"বাচ্চা হারিয়ে গেছে খুঁজে দিচ্ছি, আগে মিটিংটা হয়ে যাক" - amdanga
🎬 Watch Now: Feature Video
"বাচ্চা হারিয়ে গেছে তো কী হয়েছে, খুঁজে দিচ্ছি, আগে মিটিংটা হয়ে যাক ৷ বাচ্চা হারিয়ে যাওয়ার জন্য মিটিংটা নষ্ট হবে না কি ? আমি কিন্তু আর মিটিং-এ বক্তব্য রাখব না ৷" আমডাঙার নির্বাচনী জনসভায় একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এর জেরে আজ সভামঞ্চে মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে অবশ্য বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় ৷