ETV Bharat / state

দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে আসছে কে ? তৃণমূল নেতা খুনে প্রশ্ন সুকান্ত'র - SUKANTA MAJUMDAR

দুলাল সরকার খুনে তৃণমূলের দিকেই প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সীমানায় কাঁটাতার দেওয়া প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করেন তিনি ৷

SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 2:10 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: মালদার তৃণমূল নেতা খুন গোষ্ঠী দ্বন্দ্বের ফল ! রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের যুক্তি প্রসঙ্গে এবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে সম্প্রতি ফিরহাদ হাকিম জানান, বিহার থেকে দুষ্কৃতীরা বাংলায় এসে এই খুনের ঘটনাটি ঘটিয়েছে ৷

সেই প্রসঙ্গে বিজেপি নেতা প্রশ্ন করেন, "বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে আসছে কে? তৃণমূল কংগ্রেসের কোনও নেতা ভাড়া করেছে, আমরা তা বলছি না ৷ বরং, খোদ মৃত নেতা দুলাল সরকারের স্ত্রী বলছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর স্বামী খুন হয়েছেন গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত অভিযোগ করেন, "সীমানা উন্মুক্ত রাখবেন ৷ কাঁটাতার দিতে দেবেন না । দুষ্কৃতীরা এসে আজ বাংলাকে ভাগাড় বানিয়ে দিয়েছে ।"

তৃণমূলকে কটাক্ষ সুকান্ত'র (ইটিভি ভারত)

গত 2 জানুয়ারি দিনের বেলায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি, ব্যবসায়ী দুলাল সরকার ওরফে বাবলার দেহ ৷ তাঁর স্ত্রীর অভিযোগ, "এটা এক বা দু'জনের কাজ নয় ৷ একাধিক মানুষের চক্রান্তের শিকার হয়েছে ওঁ (বাবলা) ৷ ওরা হয়তো ভেবেছিল, এই মানুষটা থাকলে ওদের সুবিধে হচ্ছে না ৷ সেই জন্য একে সরিয়ে দেওয়া জরুরি ৷ সেই কারণে তারা এই চক্রান্ত করেছে ৷ তবে কে বা কারা এই চক্রান্ত করেছে, সেটা আমার জানা নেই ৷" রবিবার সেই প্রসঙ্গে টেনে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন সুকান্ত ৷

এদিন, সকালে মুম্বইয়ের জন্য রওনা দেন সুকান্ত মজুমদার ৷ সফর শুরুর আগে কলকাতা বিমানবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে মৎসজীবীদের আদান-প্রদান প্রসঙ্গেও মন্তব্য করেন বিজেপি নেতা ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ৷ মৎস্যজীবীরা সীমানা বুঝতে না-পেরে অন্য দেশের সীমানায় চলে যান ৷ স্বাভাবিকভাবে তাদের গ্রেফতার করেন অন্য দেশের পুলিশ বা সীমান্তরক্ষী বাহিনী ৷ অবশেষে প্রধানমন্ত্রীর তদারকীতে তারা আজ বাড়ি ফিরছেন ৷ সকলের পরিবারকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল ৷"

সম্প্রতি দল ছেড়েছেন বিজেপি নেতা অশোক করণ ৷ দলের নেতা কর্মীদের বার্তা দিতে সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারি ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "নন্দীগ্রামে বেশকিছু লোক অন্য দলে যোগ দিয়েছেন ৷ তবে বিরোধী দলনেতার বিধানসভা হওয়ায় উনি বিষয়টি দেখছেন ৷ আমরাও এই ব্যাপারে নজর রাখছি ৷ ভোট যত এগিয়ে আসবে, আমাদের পশ্চিমবঙ্গে ট্র্যাডিশন অনুযায়ী দু-একজন এদিক ওদিক যাবেন ৷"

সেই সঙ্গে সুকান্ত আরও বলেন, "বিএসএফ-কে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তাঁকে খোলা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আমি তো আগেই বলেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রথমবার নয়, 2021 সালের নির্বাচনের আগেও বলেছিলেন ৷ কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি, ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছিলেন ৷ এতদিন রাজ্যে কমিউনিস্ট দল ছিল ৷ এমনকী, কেরলে এখনও কমিউনিষ্ট শাসন আছে ৷ তবে তারা আজ পর্যন্ত ভারতের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেননি ৷ আমি অন্তত দেখিনি ।"

পড়ুন: আমার স্বামীকে চক্রান্ত করে মারা হয়েছে, দাবি নিহত তৃণমূল নেতার স্ত্রী'র

কলকাতা, 5 জানুয়ারি: মালদার তৃণমূল নেতা খুন গোষ্ঠী দ্বন্দ্বের ফল ! রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের যুক্তি প্রসঙ্গে এবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে সম্প্রতি ফিরহাদ হাকিম জানান, বিহার থেকে দুষ্কৃতীরা বাংলায় এসে এই খুনের ঘটনাটি ঘটিয়েছে ৷

সেই প্রসঙ্গে বিজেপি নেতা প্রশ্ন করেন, "বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে আসছে কে? তৃণমূল কংগ্রেসের কোনও নেতা ভাড়া করেছে, আমরা তা বলছি না ৷ বরং, খোদ মৃত নেতা দুলাল সরকারের স্ত্রী বলছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর স্বামী খুন হয়েছেন গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত অভিযোগ করেন, "সীমানা উন্মুক্ত রাখবেন ৷ কাঁটাতার দিতে দেবেন না । দুষ্কৃতীরা এসে আজ বাংলাকে ভাগাড় বানিয়ে দিয়েছে ।"

তৃণমূলকে কটাক্ষ সুকান্ত'র (ইটিভি ভারত)

গত 2 জানুয়ারি দিনের বেলায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি, ব্যবসায়ী দুলাল সরকার ওরফে বাবলার দেহ ৷ তাঁর স্ত্রীর অভিযোগ, "এটা এক বা দু'জনের কাজ নয় ৷ একাধিক মানুষের চক্রান্তের শিকার হয়েছে ওঁ (বাবলা) ৷ ওরা হয়তো ভেবেছিল, এই মানুষটা থাকলে ওদের সুবিধে হচ্ছে না ৷ সেই জন্য একে সরিয়ে দেওয়া জরুরি ৷ সেই কারণে তারা এই চক্রান্ত করেছে ৷ তবে কে বা কারা এই চক্রান্ত করেছে, সেটা আমার জানা নেই ৷" রবিবার সেই প্রসঙ্গে টেনে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন সুকান্ত ৷

এদিন, সকালে মুম্বইয়ের জন্য রওনা দেন সুকান্ত মজুমদার ৷ সফর শুরুর আগে কলকাতা বিমানবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে মৎসজীবীদের আদান-প্রদান প্রসঙ্গেও মন্তব্য করেন বিজেপি নেতা ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ৷ মৎস্যজীবীরা সীমানা বুঝতে না-পেরে অন্য দেশের সীমানায় চলে যান ৷ স্বাভাবিকভাবে তাদের গ্রেফতার করেন অন্য দেশের পুলিশ বা সীমান্তরক্ষী বাহিনী ৷ অবশেষে প্রধানমন্ত্রীর তদারকীতে তারা আজ বাড়ি ফিরছেন ৷ সকলের পরিবারকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল ৷"

সম্প্রতি দল ছেড়েছেন বিজেপি নেতা অশোক করণ ৷ দলের নেতা কর্মীদের বার্তা দিতে সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারি ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "নন্দীগ্রামে বেশকিছু লোক অন্য দলে যোগ দিয়েছেন ৷ তবে বিরোধী দলনেতার বিধানসভা হওয়ায় উনি বিষয়টি দেখছেন ৷ আমরাও এই ব্যাপারে নজর রাখছি ৷ ভোট যত এগিয়ে আসবে, আমাদের পশ্চিমবঙ্গে ট্র্যাডিশন অনুযায়ী দু-একজন এদিক ওদিক যাবেন ৷"

সেই সঙ্গে সুকান্ত আরও বলেন, "বিএসএফ-কে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তাঁকে খোলা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আমি তো আগেই বলেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রথমবার নয়, 2021 সালের নির্বাচনের আগেও বলেছিলেন ৷ কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি, ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছিলেন ৷ এতদিন রাজ্যে কমিউনিস্ট দল ছিল ৷ এমনকী, কেরলে এখনও কমিউনিষ্ট শাসন আছে ৷ তবে তারা আজ পর্যন্ত ভারতের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেননি ৷ আমি অন্তত দেখিনি ।"

পড়ুন: আমার স্বামীকে চক্রান্ত করে মারা হয়েছে, দাবি নিহত তৃণমূল নেতার স্ত্রী'র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.