ETV Bharat / sports

প্র্যাকটিসে ফিরলেন আনোয়ার-লালচুংনুঙ্গা, স্বস্তি ইস্টবেঙ্গলে - EAST BENGAL VS MUMBAI CITY FC

রক্ষণ এবং মাঝমাঠের তিন ফুটবলার চোটের কবলে পড়ে গেলে অস্কার ব্রুঁজোর কাজ আরও কঠিন হত। স্বস্তি দিয়ে চুংনুঙ্গা এবং আনোয়ার পুরোদমে শনিবার অনুশীলন করলেন ।

East Bengal Eye to Beat Mumbai City FC
স্বস্তিতে অস্কার ব্রুঁজো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 5, 2025, 1:35 PM IST

Updated : Jan 5, 2025, 2:14 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: স্বস্তি এল ইস্টবেঙ্গলে । সোমবার মুম্বই সিটি এফসি’র মুখোমুখি হবে লাল-হলুদ । সেই দ্বৈরথের আগে দলের সঙ্গে মূল অনুশীলনে আনোয়ার আলি এবং লালচুংনুঙ্গা । কিন্তু অস্বস্তি থাকল মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীকে নিয়ে ।

গত তিনদিন দলের সঙ্গে তিন ফুটবলার অনুশীলন করেননি । যদিও অনুশীলনে এসেছিলেন । ফলে চোট আতঙ্ক ছড়ায় লাল-হলুদ শিবিরে । যদিও ইস্টবেঙ্গল শিবির থেকে বলা হয়েছিল, ক্লান্তি দূর করতেই তিন ফুটবলারকে কোচ বিশ্রাম দিচ্ছেন । চোট পেয়ে ইতিমধ‌্যেই মাদিহ তালাল বাকি মরশুমের জন‌্য ছিটকে গিয়েছেন । সাউল ক্রেসপো এখনও দলে যোগ দেননি । তাঁর যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । বলা হচ্ছে ভিসা না-পাওয়াতেই ক্রেসপোর ফিরে আসায় সমস্যা তৈরি হচ্ছে ।

East Bengal Eye to Beat Mumbai City FC
প্র্যাকটিসে ফিরলেন আনোয়ার-লালচুননুঙ্গা (ইটিভি ভারত)

এর ওপর রক্ষণ এবং মাঝমাঠের তিন ফুটবলার চোটের কবলে পড়ে গেলে কোচ অস্কার ব্রুঁজোর কাজ আরও কঠিন হত। কিন্তু সমর্থকদের স্বস্তি দিয়ে চুংনুঙ্গা এবং আনোয়ার পুরোদমে শনিবার অনুশীলন করলেন । দলের সিচুয়েশন প্র‌্যাকটিসের পুরোটা থাকেননি আনোয়ার । জানা যাচ্ছে, তাঁকে নিয়ে ডার্বির আগে খুব একটা বেশি ঝুঁকির রাস্তায় হাঁটতে চান না কোচ অস্কার ব্রুঁজো । দলের সঙ্গে শারীরিক কসরত করলেও তারপরে মূলত ফিজিয়োর সঙ্গে সাইডলাইনেই সময় কাটান শৌভিক । ফলে মুম্বই ম‌্যাচে তাঁকে নিয়ে ধোঁয়াশা বাড়ছে ।

সিচুয়েশন প্র‌্যাকটিসের প্রথমার্ধে মাঝমাঠে জিকসন সিংহের সঙ্গে খেলেন আনোয়ার । কিন্তু পরে তিনি উঠে যাওয়ার সময় নিশু কুমারকে মাঝমাঠে জিকসনের সঙ্গে খেলান অস্কার । এদিন নিশু পুরোদমে অনুশীলন সারলেন । ফলে তাঁকে হয়তো পরিকল্পনায় রেখেই মুম্বই দ্বৈরথের ছক কষছেন অস্কার । লালচুংনুঙ্গা প্রথমে সেন্টার ব‌্যাক হিসেবে খেললেও পরে সাইড ব‌্যাক হিসেবে খেলেন । অর্থাৎ ডার্বির আগে দল নিয়ে নানা পরীক্ষার পথে হাঁটছেন অস্কার ।

East Bengal Eye to Beat Mumbai City FC
সেট পিস এবং পাসিং ফুটবলে জোর দিয়েছেন কোচ (ইটিভি ভারত)

এদিন মূলত সেট পিস এবং পাসিং ফুটবলে জোর দিয়েছেন কোচ । শেষ সাত ম্যাচে ইস্টবেঙ্গল একটি হেরেছে, দু’টি ড্র করেছে এবং বাকি চারটি’তে জিতেছে । ঘরের মাঠে পুরো পয়েন্ট তুলতে চাইছেন লাল-হলুদ কোচ । চলতি আইএসএলে সেভাবে ছন্দে না-থাকা মুম্বই সিটি এফসিকে পরাজিত করা পাখির চোখ । এখন দেখার ডার্বির আগে সবকিছু বাঁচিয়ে জয়ের আলো দলের মধ্যে তিনি ফেরাতে পারেন কি না ।

আরও পড়ুন

কলকাতা, 5 জানুয়ারি: স্বস্তি এল ইস্টবেঙ্গলে । সোমবার মুম্বই সিটি এফসি’র মুখোমুখি হবে লাল-হলুদ । সেই দ্বৈরথের আগে দলের সঙ্গে মূল অনুশীলনে আনোয়ার আলি এবং লালচুংনুঙ্গা । কিন্তু অস্বস্তি থাকল মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীকে নিয়ে ।

গত তিনদিন দলের সঙ্গে তিন ফুটবলার অনুশীলন করেননি । যদিও অনুশীলনে এসেছিলেন । ফলে চোট আতঙ্ক ছড়ায় লাল-হলুদ শিবিরে । যদিও ইস্টবেঙ্গল শিবির থেকে বলা হয়েছিল, ক্লান্তি দূর করতেই তিন ফুটবলারকে কোচ বিশ্রাম দিচ্ছেন । চোট পেয়ে ইতিমধ‌্যেই মাদিহ তালাল বাকি মরশুমের জন‌্য ছিটকে গিয়েছেন । সাউল ক্রেসপো এখনও দলে যোগ দেননি । তাঁর যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । বলা হচ্ছে ভিসা না-পাওয়াতেই ক্রেসপোর ফিরে আসায় সমস্যা তৈরি হচ্ছে ।

East Bengal Eye to Beat Mumbai City FC
প্র্যাকটিসে ফিরলেন আনোয়ার-লালচুননুঙ্গা (ইটিভি ভারত)

এর ওপর রক্ষণ এবং মাঝমাঠের তিন ফুটবলার চোটের কবলে পড়ে গেলে কোচ অস্কার ব্রুঁজোর কাজ আরও কঠিন হত। কিন্তু সমর্থকদের স্বস্তি দিয়ে চুংনুঙ্গা এবং আনোয়ার পুরোদমে শনিবার অনুশীলন করলেন । দলের সিচুয়েশন প্র‌্যাকটিসের পুরোটা থাকেননি আনোয়ার । জানা যাচ্ছে, তাঁকে নিয়ে ডার্বির আগে খুব একটা বেশি ঝুঁকির রাস্তায় হাঁটতে চান না কোচ অস্কার ব্রুঁজো । দলের সঙ্গে শারীরিক কসরত করলেও তারপরে মূলত ফিজিয়োর সঙ্গে সাইডলাইনেই সময় কাটান শৌভিক । ফলে মুম্বই ম‌্যাচে তাঁকে নিয়ে ধোঁয়াশা বাড়ছে ।

সিচুয়েশন প্র‌্যাকটিসের প্রথমার্ধে মাঝমাঠে জিকসন সিংহের সঙ্গে খেলেন আনোয়ার । কিন্তু পরে তিনি উঠে যাওয়ার সময় নিশু কুমারকে মাঝমাঠে জিকসনের সঙ্গে খেলান অস্কার । এদিন নিশু পুরোদমে অনুশীলন সারলেন । ফলে তাঁকে হয়তো পরিকল্পনায় রেখেই মুম্বই দ্বৈরথের ছক কষছেন অস্কার । লালচুংনুঙ্গা প্রথমে সেন্টার ব‌্যাক হিসেবে খেললেও পরে সাইড ব‌্যাক হিসেবে খেলেন । অর্থাৎ ডার্বির আগে দল নিয়ে নানা পরীক্ষার পথে হাঁটছেন অস্কার ।

East Bengal Eye to Beat Mumbai City FC
সেট পিস এবং পাসিং ফুটবলে জোর দিয়েছেন কোচ (ইটিভি ভারত)

এদিন মূলত সেট পিস এবং পাসিং ফুটবলে জোর দিয়েছেন কোচ । শেষ সাত ম্যাচে ইস্টবেঙ্গল একটি হেরেছে, দু’টি ড্র করেছে এবং বাকি চারটি’তে জিতেছে । ঘরের মাঠে পুরো পয়েন্ট তুলতে চাইছেন লাল-হলুদ কোচ । চলতি আইএসএলে সেভাবে ছন্দে না-থাকা মুম্বই সিটি এফসিকে পরাজিত করা পাখির চোখ । এখন দেখার ডার্বির আগে সবকিছু বাঁচিয়ে জয়ের আলো দলের মধ্যে তিনি ফেরাতে পারেন কি না ।

আরও পড়ুন

Last Updated : Jan 5, 2025, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.