বোলপুর, 5 জানুয়ারি: হাতে হাত রেখে প্রদীপ প্রজ্জ্বলন করে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ ৷ রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি হয়েছেন অনুব্রত ৷ তিনি পদে বহাল হতেই ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে বোলপুরে শুরু হল হস্তশিল্প মেলা ৷
বোলপুরের শিবপুরে বিশ্ব ক্ষুদ্র বাজারে চলছে রাজ্য হস্তশিল্প মেলা । রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এই মেলায় শিল্প সামগ্রী নিয়ে পসরা বসিয়েছেন ৷ দুপুর 1 থেকে রাত্রি সাড়ে 8টা পর্যন্ত মেলা খোলা থাকবে ৷ 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা ।
রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের বিধায়ক । তাঁর দফতরের উদ্যোগেই হচ্ছে এই হস্তশিল্প মেলা ৷ বীরভূম-সহ রাজ্যের অন্যান্য জেলা, যেমন - বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, পূর্ব-বর্ধমান থেকে প্রায় 350 জন শিল্পী তাঁদের শিল্প সামগ্রী নিয়ে মেলায় এসেছেন ৷ মোট 25টি হস্তশিল্পের স্টল রয়েছে ।
শনিবার মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি অনুব্রত মণ্ডল । সরকারি পদে বহাল হয়ে এই প্রথম কোনও সরকারি অনুষ্ঠানে অংশ নেন তিনি ৷ অনুব্রতর সঙ্গে হাতে হাত রেখে মেলার উদ্বোধন করতে দেখা গেল যুযুধান হিসাবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ । এমনকি, বক্তব্য রাখতে গিয়ে একে অপরকে সম্বোধনও করেন তাঁরা ।
এছাড়াও মেলার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সংশ্লিষ্ট দফতরের সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নানুরের বিধায়ক বিধানচন্দ্র রায়, বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ প্রমুখ ৷ তবে কেষ্ট-কাজলকে এক সঙ্গে হাতে হাত রেখে প্রদীপ প্রজ্জ্বলন করতে দেখে গুঞ্জন দলেরই অন্দরে ।
প্রসঙ্গত, 2 বছর পর গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল । তারপর থেকেই জেলার রাজনৈতিক পট পরিবর্তন হতে দেখা যায় ৷ যুযুধান কাজল-কেষ্ট নিয়ে একাধিক বিতর্ক, জল্পনা, জোর চর্চা রয়েছে বীরভূমে ৷ একসঙ্গে খুব কম সময় এক মঞ্চে দেখা গিয়েছে দু'জনকে ৷
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, "একটা সরকারি মেলা । অনুব্রত মণ্ডল সরকারি পদে আছেন । তাছাড়া অনুব্রত মণ্ডল আমার অভিভাবক । আমিও সরকারি পদে আছি ৷ তাই একসঙ্গে এক মঞ্চে ৷ এখানে কোনও জল্পনাই নেই ৷"
রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "মেলার উদ্বোধন করলেন এসআরডিএ-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল । কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি । তাই দুজনেই এক মঞ্চে ৷ এতে কোনও জল্পনা, গুঞ্জনের কিছুই নেই ৷"