ETV Bharat / state

থার্ড গ্রেডেড জজ ছিলেন ! 'ক্ষমতালোভী' অভিজিৎকে কটাক্ষ কল্যাণের - KALYAN BANERJEE SLAMS ABHIJIT

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমতালোভী বলে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ৷ বাবুল সুপ্রিয়কে অশালীন মন্তব্য করার অভিযোগে পালটা তৃণমূল সাংসদের ৷

KALYAN BANERJEE SLAMS ABHIJIT
রিষড়া মেলার উদ্বোধনে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 1:50 PM IST

রিষড়া, 5 জানুয়ারি: দ্বিতীয় হুগলি সেতুর উপর তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বচসা এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয় ৷ এবার সেই ইস্যুতে বিজেপির সাংসদকে 'থার্ড গ্রেডেড জজ' বলে নিশানা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি অভিজিৎকে ক্ষমতালোভী বলেও তোপ দাগলেন তিনি ৷

রিষড়া মেলার উদ্বোধনে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হিসেবে যে ঘটনা ঘটিয়েছেন, তা লজ্জার ৷ গাড়িতে হুটার বাজিয়ে যেতে পারেন না উনি ৷ সংবিধানে গাড়িতে লালবাতি-নীলবাতি লাগানোর অধিকার হাতে গোনা কয়েকজনকে দেওয়া হয়েছে ৷ সেই অধিকার সাংসদ হিসেবে ওঁর নেই ৷ তাই উনি অন্যায় করেছেন ৷"

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব ভিডিয়ো)

আর রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসা প্রসঙ্গে কল্যাণের অভিযোগ, "বাবুল সুপ্রিয়কে যা তা ভাষায় গালিগালাজ করেছেন ৷ ও কী ভাষায় কথা বলে তা আমি জানি ৷ আমাকে তো দিয়েছিল, সেই ভাষা আমার জানা আছে ৷ খুবই বাজে লোক ৷ এরকম একটা থ্রাড গ্রেডেড লোক কীভাবে হাইকোর্টের জজ হয়েছিলেন জানি না !"

এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ ৷ তিনি বলেন, "ও বলেছে তো, বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করাবে ৷ বাজি রইল, করে দেখাক ৷ আসলে আইন জানে না ৷ একে-ওকে ধরে বিচারপতি হয়েছিল ৷...ওর মতো লোক বিজেপির সাংসদ হলে যা হওয়ার, তাই হয়েছে ৷ এখনও নিজেকে হাইকোর্টের বিচারপতি ভাবে ৷ ও ক্ষমতালোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায় সবসময় ৷"

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় হুগলি সেতুর উপরে মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়ান তমলুকের সাংসদ ৷ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন, সেতুর একটি লেন বন্ধ ছিল সংস্কারের কাজের জন্য ৷ তাই মাত্র একটি লেন দিয়ে দু’দিকের গাড়ি চলাচল করছিল ৷ কিন্তু, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে লাল-নীল বাতি লাগিয়ে যাচ্ছিলেন ৷

অভিযোগ, তাঁর গাড়ির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ বাবুল সুপ্রিয় নিজে সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ৷ বিষয়টি তাঁর নজরে আসায়, তিনি প্রতিবাদ করেন ৷ কিন্তু, বিজেপি সাংসদ তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ করেছেন মন্ত্রী ৷ যদিও, এই ঘটনা নিয়ে তমলুকের সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

রিষড়া, 5 জানুয়ারি: দ্বিতীয় হুগলি সেতুর উপর তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বচসা এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয় ৷ এবার সেই ইস্যুতে বিজেপির সাংসদকে 'থার্ড গ্রেডেড জজ' বলে নিশানা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি অভিজিৎকে ক্ষমতালোভী বলেও তোপ দাগলেন তিনি ৷

রিষড়া মেলার উদ্বোধনে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হিসেবে যে ঘটনা ঘটিয়েছেন, তা লজ্জার ৷ গাড়িতে হুটার বাজিয়ে যেতে পারেন না উনি ৷ সংবিধানে গাড়িতে লালবাতি-নীলবাতি লাগানোর অধিকার হাতে গোনা কয়েকজনকে দেওয়া হয়েছে ৷ সেই অধিকার সাংসদ হিসেবে ওঁর নেই ৷ তাই উনি অন্যায় করেছেন ৷"

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব ভিডিয়ো)

আর রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসা প্রসঙ্গে কল্যাণের অভিযোগ, "বাবুল সুপ্রিয়কে যা তা ভাষায় গালিগালাজ করেছেন ৷ ও কী ভাষায় কথা বলে তা আমি জানি ৷ আমাকে তো দিয়েছিল, সেই ভাষা আমার জানা আছে ৷ খুবই বাজে লোক ৷ এরকম একটা থ্রাড গ্রেডেড লোক কীভাবে হাইকোর্টের জজ হয়েছিলেন জানি না !"

এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ ৷ তিনি বলেন, "ও বলেছে তো, বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করাবে ৷ বাজি রইল, করে দেখাক ৷ আসলে আইন জানে না ৷ একে-ওকে ধরে বিচারপতি হয়েছিল ৷...ওর মতো লোক বিজেপির সাংসদ হলে যা হওয়ার, তাই হয়েছে ৷ এখনও নিজেকে হাইকোর্টের বিচারপতি ভাবে ৷ ও ক্ষমতালোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায় সবসময় ৷"

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় হুগলি সেতুর উপরে মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়ান তমলুকের সাংসদ ৷ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন, সেতুর একটি লেন বন্ধ ছিল সংস্কারের কাজের জন্য ৷ তাই মাত্র একটি লেন দিয়ে দু’দিকের গাড়ি চলাচল করছিল ৷ কিন্তু, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে লাল-নীল বাতি লাগিয়ে যাচ্ছিলেন ৷

অভিযোগ, তাঁর গাড়ির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ বাবুল সুপ্রিয় নিজে সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ৷ বিষয়টি তাঁর নজরে আসায়, তিনি প্রতিবাদ করেন ৷ কিন্তু, বিজেপি সাংসদ তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ করেছেন মন্ত্রী ৷ যদিও, এই ঘটনা নিয়ে তমলুকের সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.