ETV Bharat / state

সরকারি সাহায্য থেকে বঞ্চিত ! প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ আদিবাসীদের - TRIBAL AGITATION

অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক । দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে ওঠে পথ অবরোধ ।

tribal-organization-show-agitation-in-daspur-medinipur
দাসপুরে রাজ্য সড়ক অবরোধে সামিল আদিবাসী পরিবারের সদস্যরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 1:49 PM IST

দাসপুর, 5 জানুয়ারি: গ্রামে আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত ৷ প্রশাসনকে জানিয়েও মেলেনি বাড়ি । তার উপর আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার দীর্ঘদিন বসবাস করা সত্ত্বেও মেলেনি সরকারি পাট্টা । একাধিক অভিযোগ তুলে দাসপুরে রাজ্য সড়ক অবরোধে সামিল হলেন আদিবাসী পরিবারের সদস্যরা ।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বালিপোতা এলাকার । মূলত, এই এলাকায় শতাধিক আদিবাসী পরিবারের বসবাস । তাঁদের অভিযোগ, বাড়িঘর ভেঙে পড়েছে । কোনও রকমে মাটির বাড়িতে থাকতে হয় । দুয়ারে সরকার-সহ একাধিক জায়গায় প্রশাসনের কাছে বারবার আবেদন করেও মেলেনি আবাসের ঘর । ফলে গ্রীষ্মকালের তীব্র তাপদাহে যেমন থাকতে হয়, সেই সঙ্গে বর্ষার জলে ভিজে স্যাঁতস্যাঁতে ঘরেই কাটাতে হয় তাঁদের । বর্তমানে, প্রবল ঠান্ডায় দিন কাটছে তাদের । এমতাবস্থায় শনিবার রাতে ক্ষুব্ধ আদিবাসীরা ঘাটাল-মেদিনীপুর রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ।

রাজ্য সড়ক অবরুদ্ধ করলেন আদিবাসীরা (ইটিভি ভারত)

তাঁদের অবরোধের জেরে পরপর একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে । যানজট সৃষ্টি হয় এলাকায় । এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ । অবরোধকারীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা চলে । এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক । দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে ওঠে এই অবরোধ । এই আদিবাসী-সহ গ্রামবাসীদের অবরোধে সামিল হয় দাসপুরের আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ ।

সংগঠনের সভাপতি তারাপদ সিং মুড়রি বলেন, ‘‘আমাদের আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু পরিবার সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত । যেমন, পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনার প্রকল্পের বাড়ি থেকে এই অঞ্চলের বহু মানুষ বঞ্চিত । কিছু মানুষ পেলেও অনেকেই বাড়ি পাইনি ।’’ এই নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ । এছাড়াও, এই অঞ্চলের প্রায় 16টি পরিবার সরকারি পাট্টার জন্য আবেদন করেও তা পাননি । সব মিলিয়ে গ্রামের বাসিন্দাদের ক্ষোভ থেকেই আজকের এই রাজ্য সড়ক অবরোধ বলে জানান তিনি ।

আরও পড়ুন

দাসপুর, 5 জানুয়ারি: গ্রামে আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত ৷ প্রশাসনকে জানিয়েও মেলেনি বাড়ি । তার উপর আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার দীর্ঘদিন বসবাস করা সত্ত্বেও মেলেনি সরকারি পাট্টা । একাধিক অভিযোগ তুলে দাসপুরে রাজ্য সড়ক অবরোধে সামিল হলেন আদিবাসী পরিবারের সদস্যরা ।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বালিপোতা এলাকার । মূলত, এই এলাকায় শতাধিক আদিবাসী পরিবারের বসবাস । তাঁদের অভিযোগ, বাড়িঘর ভেঙে পড়েছে । কোনও রকমে মাটির বাড়িতে থাকতে হয় । দুয়ারে সরকার-সহ একাধিক জায়গায় প্রশাসনের কাছে বারবার আবেদন করেও মেলেনি আবাসের ঘর । ফলে গ্রীষ্মকালের তীব্র তাপদাহে যেমন থাকতে হয়, সেই সঙ্গে বর্ষার জলে ভিজে স্যাঁতস্যাঁতে ঘরেই কাটাতে হয় তাঁদের । বর্তমানে, প্রবল ঠান্ডায় দিন কাটছে তাদের । এমতাবস্থায় শনিবার রাতে ক্ষুব্ধ আদিবাসীরা ঘাটাল-মেদিনীপুর রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ।

রাজ্য সড়ক অবরুদ্ধ করলেন আদিবাসীরা (ইটিভি ভারত)

তাঁদের অবরোধের জেরে পরপর একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে । যানজট সৃষ্টি হয় এলাকায় । এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ । অবরোধকারীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা চলে । এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক । দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে ওঠে এই অবরোধ । এই আদিবাসী-সহ গ্রামবাসীদের অবরোধে সামিল হয় দাসপুরের আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ ।

সংগঠনের সভাপতি তারাপদ সিং মুড়রি বলেন, ‘‘আমাদের আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু পরিবার সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত । যেমন, পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনার প্রকল্পের বাড়ি থেকে এই অঞ্চলের বহু মানুষ বঞ্চিত । কিছু মানুষ পেলেও অনেকেই বাড়ি পাইনি ।’’ এই নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ । এছাড়াও, এই অঞ্চলের প্রায় 16টি পরিবার সরকারি পাট্টার জন্য আবেদন করেও তা পাননি । সব মিলিয়ে গ্রামের বাসিন্দাদের ক্ষোভ থেকেই আজকের এই রাজ্য সড়ক অবরোধ বলে জানান তিনি ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.