সিঙ্গুর থেকেই পদ্ম ফোটা শুরু হবে : লকেট
🎬 Watch Now: Feature Video
সিঙ্গুর থেকে তৃণমূলকে আক্রমণ BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ৷ একাধিক ইশু নিয়ে তিনি বলেন, "সিঙ্গুরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে এবং সিঙ্গুর থেকেই পদ্ম ফোটা শুরু হবে ৷ " HRBC থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়ে বলেন, "গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে দিচ্ছেন । তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারছেন না । আগামী দিনে যাঁরা সত্যিকারের মানুষের জন্য কাজ করতে চান, তাঁদের জন্য BJP-র দরজা খোলা আছে । " রাজ্যপালকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গ বলেন, "ওনার কথা কেউ বিশ্বাস করে না । উনি যা ভাষা ব্যবহার করেন তাতে আমার মনে হয় বাংলার মানুষ তার বিরুদ্ধেই কথা বলেন । ওনার ভাষার জন্যই তৃণমূলে নেগেটিভিটি তৈরি হচ্ছে । "