Ajay River: ফুঁসছে অজয় নদ, তলিয়ে গেল সেতু তৈরির সামগ্রী সহ একাধিক যন্ত্রাংশ
🎬 Watch Now: Feature Video
ফুঁসছে অজয় নদ ৷ আর তার জেরে কাঁকসার শিবপুরে ভেসে গেল দু’টি নৌকা ৷ এমনকি নদের উপরে সেতু তৈরির একাধিক যন্ত্রাংশ ডুবে গিয়েছে ৷ প্রচুর নির্মাণ সামগ্রীও ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাতের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ আজ সকাল থেকেই সেতুর কাজে ব্যবহার হওয়া জিনিসপত্র সরানোর কাজ করছেন শ্রমিকরা ৷ এমনকি অজয় নদের বাঁধে ভাঙন শুরু হয়েছে ৷ যার জেরে দুশ্চিন্তায় পড়েছে নদের তীরবর্তী এলাকার বাসিন্দারা ৷