ETV Bharat / lifestyle

শীতকালে বাঁধাকপি এইভাবে রান্না করলে আপনি হাত চাটবেন - WINTER SPECIAL CABBAGE RECIPE

শীতকাল মানে এক অন্যরকম আমেজের খাওয়াদাওয়া ৷ এইসময় শাকসবজি খুব ভালো পাওয়া যায় ৷ এই মরশুমে বাঁধাকপি এইভাবে বানিয়ে দেখতে পারেন ৷

Recipe News
শীতকালে বাঁধাকপি এইভাবে রান্না (Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 2, 2024, 3:06 PM IST

Updated : Dec 2, 2024, 3:16 PM IST

শুরু হয়েছে শীতের মরশুম ৷ আর এইসময়ে পিকনিক এবং খাওয়া দাওয়ার আমেজ এক অন্যরকম ৷ আর শীতের শাকসবজি তো স্বাদের কথাই নেই ৷ এই মরশুমে শাকসবজি বেশ ভালো পাওয়া যায় ৷ যারমধ্যে বাঁধাকপি ও ফুলকপির অন্যরকম স্বাদ ৷ আবার এইসব শাকসবজি শরীরের জন্য ভীষণ উপকারও বটে ৷ ন্যাশানাল লাইব্রেরি অফ মেডিসিন-এর পাওয়া তথ্য অনুযায়ী, বাঁধাকপি বহু পুষ্টিতে ভরপুর ৷

তবে এই বাঁধাকপি যদি এইভাবে বানান তাহলে তৈরি হবে এক লোভনীয় পদ ৷ জেনে নিন, কীভাবে বানাবেন ?

উপকরণ:

  • একটা বাঁধাকপি কুচি করে কাটা
  • একটি আলু পোস্ত সাইজের কাটা
  • একটা মাঝারি সাইজের টমোটো ছোট করে কাটা
  • 2 থেকে 3 টি কাঁচা লঙ্কা
  • আদা বাদা 1 চা মামচ
  • একটি তেজপাতা
  • 1 চা চামচ জিরে
  • হাফ কাপ মটরশুঁটি
  • হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • হাফ চা চামচ হলুদ গুঁড়ো
  • হাফ চা চামচ ধনে গুঁড়ো
  • কুচি করে কাটা ধনেপাতা
  • পরিমাণ মতো তেল
  • স্বাদ অনুযায়ী নুন

পদ্ধতি

কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে ফোরণ দিতে হবে ৷ এরপর কাঁচা লঙ্কাও দিয়ে দিন ৷ জিরে বাদামি হতে শুরু করলে কুচি করে রাখা টমেটো তেলে দিয়ে দিন ৷ এই টমেটো হালকা করে নেড়ে নিন ৷ এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না টমেটো নরম হয় ৷ এবার টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে কাটা আলু দিয়ে নাড়াচাড়া করতে থাকুন ৷ অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিন ৷ আলু সেদ্ধ হয়ে গেলে কুচানো বাঁধাকপি দিয়ে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিন ৷ 2 মিনিট মতো নেড়ে ঢাকা দিয়ে দিন ৷ বাঁধাকপিতে জল ছেড়ে আসলে মটরশুঁটি দিয়ে আরও একবার ঢাকা দিন ৷ এবার সবকিছু সেদ্ধ হয়ে গেলে ধনে গুঁড়ো ও গরমমশলা গুঁড়ো দিয়ে নাড়াচড়া করে নামিয়ে দিন ৷ শেষে ধনেপাতা দিয়ে দিন ৷ এরপর গরম গরম খিঁচুরি, ভাত বা রুটির সঙ্গে পরিবেশণ করুন ৷ শীতের বাঁধাকপি মুখে লেগে থাকবে ৷

শুরু হয়েছে শীতের মরশুম ৷ আর এইসময়ে পিকনিক এবং খাওয়া দাওয়ার আমেজ এক অন্যরকম ৷ আর শীতের শাকসবজি তো স্বাদের কথাই নেই ৷ এই মরশুমে শাকসবজি বেশ ভালো পাওয়া যায় ৷ যারমধ্যে বাঁধাকপি ও ফুলকপির অন্যরকম স্বাদ ৷ আবার এইসব শাকসবজি শরীরের জন্য ভীষণ উপকারও বটে ৷ ন্যাশানাল লাইব্রেরি অফ মেডিসিন-এর পাওয়া তথ্য অনুযায়ী, বাঁধাকপি বহু পুষ্টিতে ভরপুর ৷

তবে এই বাঁধাকপি যদি এইভাবে বানান তাহলে তৈরি হবে এক লোভনীয় পদ ৷ জেনে নিন, কীভাবে বানাবেন ?

উপকরণ:

  • একটা বাঁধাকপি কুচি করে কাটা
  • একটি আলু পোস্ত সাইজের কাটা
  • একটা মাঝারি সাইজের টমোটো ছোট করে কাটা
  • 2 থেকে 3 টি কাঁচা লঙ্কা
  • আদা বাদা 1 চা মামচ
  • একটি তেজপাতা
  • 1 চা চামচ জিরে
  • হাফ কাপ মটরশুঁটি
  • হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • হাফ চা চামচ হলুদ গুঁড়ো
  • হাফ চা চামচ ধনে গুঁড়ো
  • কুচি করে কাটা ধনেপাতা
  • পরিমাণ মতো তেল
  • স্বাদ অনুযায়ী নুন

পদ্ধতি

কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে ফোরণ দিতে হবে ৷ এরপর কাঁচা লঙ্কাও দিয়ে দিন ৷ জিরে বাদামি হতে শুরু করলে কুচি করে রাখা টমেটো তেলে দিয়ে দিন ৷ এই টমেটো হালকা করে নেড়ে নিন ৷ এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না টমেটো নরম হয় ৷ এবার টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে কাটা আলু দিয়ে নাড়াচাড়া করতে থাকুন ৷ অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিন ৷ আলু সেদ্ধ হয়ে গেলে কুচানো বাঁধাকপি দিয়ে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিন ৷ 2 মিনিট মতো নেড়ে ঢাকা দিয়ে দিন ৷ বাঁধাকপিতে জল ছেড়ে আসলে মটরশুঁটি দিয়ে আরও একবার ঢাকা দিন ৷ এবার সবকিছু সেদ্ধ হয়ে গেলে ধনে গুঁড়ো ও গরমমশলা গুঁড়ো দিয়ে নাড়াচড়া করে নামিয়ে দিন ৷ শেষে ধনেপাতা দিয়ে দিন ৷ এরপর গরম গরম খিঁচুরি, ভাত বা রুটির সঙ্গে পরিবেশণ করুন ৷ শীতের বাঁধাকপি মুখে লেগে থাকবে ৷

Last Updated : Dec 2, 2024, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.