ETV Bharat / state

তৃণমূল নেতার 3 তলা বাড়ি, স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায় - AWAS YOJANA LIST

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের বিত্তশালী পরিবার । বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি । বেশকিছু সম্পত্তিরও মালিক ।

Awas Yojana
আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার স্ত্রীর নাম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 2:21 PM IST

কুলপি, 2 ডিসেম্বর: তিনতলা বাড়ি রয়েছে ৷ সেই তৃণমূল নেতার স্ত্রীর নাম এবার স্থান পেল আবাস যোজনার তালিকায় ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামে ৷ আবাস যোজনার তালিকায় নাম নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ।

তিনতলা বাড়ির মালিক তথা স্থানীয় তৃণমূল নেতার নাম তাপস চট্টোপাধ্যায় । এলাকাবাসীর অভিযোগ, শাসকদলের নেতা হওয়ার সুবাদে প্রশাসনের আমলারা তিনতলা-দোতলা পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তুলেছেন । যাঁরা সার্ভে করেছেন, তাঁরা পাশের গোয়ালঘর বা অন্য কোনও রান্নাঘর দেখিয়ে তাপস চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম আবাসের তালিকায় তুলেছেন বলে দাবি বিরোধীদের ।

আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস চট্টোপাধ্যায়ের বিত্তশালী পরিবার । বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি । বেশকিছু সম্পত্তিরও মালিক । বিশাল বড় বাড়ি রয়েছে তাঁর ৷ বাড়িটির দোতলা হওয়ার পর তিনতলার কাজও প্রায় শেষের পথে । তিনিও আবাস যোজনা ঘর পাচ্ছেন বলে অভিযোগ ।

গ্রামবাসীদের আরও অভিযোগ, যাঁরা প্রকৃত গরিব মানুষ, মাটির বাড়ি ও খড়ের ছাউনিতে কষ্টে আছেন, তাঁদের এই সদ্য প্রকাশিত তালিকা থেকে নাম বাদ গিয়েছে । অথচ প্রকৃত গরিব হিসাবে চিহ্নিত হয়ে তাঁরা তালিকাভুক্ত হয়েছিলেন আগের তালিকায় । আগামিদিনে যদি তদন্ত করে পুনরায় তাঁদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন গরিব মানুষেরা ।

Awas Yojana
তিনতলা বাড়ির মালিক তৃণমূল নেতার স্ত্রীর নাম আবাসের তালিকায় (নিজস্ব ছবি)

যদিও তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা জানান, এই তিনতলা বাড়ি অনেক কষ্ট করে করেছেন তাঁরা । আগে এমন ঘরবাড়ি ছিল না তাঁদের । তাই আবাস যোজনায় নাম লিখিয়েছিলেন । এখন আর সরকারি সাহায্যের প্রয়োজন নেই । তাই আবাস যোজনার আসা নাম তাঁরা কাটিয়ে দেবেন ৷

কুলপি ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার বলেন, "2018 সালে এই আবাস যোজনা তালিকায় নাম ছিল অনিন্দিতা চট্টোপাধ্যায়ের ৷ সেই সময়কালে নতুন করে সার্ভে না করার কারণে ওঁর নাম বাদ দেওয়া হয়নি । 2024 সালে নতুন করে সার্ভে শুরু হয়েছে ৷ অবশ্যই সমস্ত দিক খতিয়ে দেখে যাঁরা প্রকৃত প্রাপক রয়েছেন তাঁদেরকেই এই আবাস যোজনার সুবিধা দেওয়া হবে । বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

Awas Yojana
তৃণমূল নেতার বাড়ি (নিজস্ব ছবি)

স্থানীয় বাসিন্দা সুব্রত তাঁতি বলেন, "এ রাজ্যে এটাই জানা কথা, শাসকদলের সঙ্গে ঘুরলে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় । এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ ।'

বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী রাজেশ চক্রবর্তীর কথায়, "তৃণমূল করলে সমস্ত কিছুই সম্ভব । আমরা এই দুর্নীতির কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাব । রাজ্যে আবাস যোজনার ঘর নিয়ে একাধিক দুর্নীতি হচ্ছে । শাসকদল সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত । প্রকৃত প্রাপকরা এই আবাস যোজনার প্রকল্প থেকে তাঁদের প্রাপ্য ঘরটুকুও পাচ্ছেন না । তৃণমূলের নেতারা সমস্ত কিছুই আত্মসাৎ করছেন ।"

কুলপি, 2 ডিসেম্বর: তিনতলা বাড়ি রয়েছে ৷ সেই তৃণমূল নেতার স্ত্রীর নাম এবার স্থান পেল আবাস যোজনার তালিকায় ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামে ৷ আবাস যোজনার তালিকায় নাম নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ।

তিনতলা বাড়ির মালিক তথা স্থানীয় তৃণমূল নেতার নাম তাপস চট্টোপাধ্যায় । এলাকাবাসীর অভিযোগ, শাসকদলের নেতা হওয়ার সুবাদে প্রশাসনের আমলারা তিনতলা-দোতলা পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তুলেছেন । যাঁরা সার্ভে করেছেন, তাঁরা পাশের গোয়ালঘর বা অন্য কোনও রান্নাঘর দেখিয়ে তাপস চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম আবাসের তালিকায় তুলেছেন বলে দাবি বিরোধীদের ।

আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস চট্টোপাধ্যায়ের বিত্তশালী পরিবার । বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি । বেশকিছু সম্পত্তিরও মালিক । বিশাল বড় বাড়ি রয়েছে তাঁর ৷ বাড়িটির দোতলা হওয়ার পর তিনতলার কাজও প্রায় শেষের পথে । তিনিও আবাস যোজনা ঘর পাচ্ছেন বলে অভিযোগ ।

গ্রামবাসীদের আরও অভিযোগ, যাঁরা প্রকৃত গরিব মানুষ, মাটির বাড়ি ও খড়ের ছাউনিতে কষ্টে আছেন, তাঁদের এই সদ্য প্রকাশিত তালিকা থেকে নাম বাদ গিয়েছে । অথচ প্রকৃত গরিব হিসাবে চিহ্নিত হয়ে তাঁরা তালিকাভুক্ত হয়েছিলেন আগের তালিকায় । আগামিদিনে যদি তদন্ত করে পুনরায় তাঁদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন গরিব মানুষেরা ।

Awas Yojana
তিনতলা বাড়ির মালিক তৃণমূল নেতার স্ত্রীর নাম আবাসের তালিকায় (নিজস্ব ছবি)

যদিও তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা জানান, এই তিনতলা বাড়ি অনেক কষ্ট করে করেছেন তাঁরা । আগে এমন ঘরবাড়ি ছিল না তাঁদের । তাই আবাস যোজনায় নাম লিখিয়েছিলেন । এখন আর সরকারি সাহায্যের প্রয়োজন নেই । তাই আবাস যোজনার আসা নাম তাঁরা কাটিয়ে দেবেন ৷

কুলপি ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার বলেন, "2018 সালে এই আবাস যোজনা তালিকায় নাম ছিল অনিন্দিতা চট্টোপাধ্যায়ের ৷ সেই সময়কালে নতুন করে সার্ভে না করার কারণে ওঁর নাম বাদ দেওয়া হয়নি । 2024 সালে নতুন করে সার্ভে শুরু হয়েছে ৷ অবশ্যই সমস্ত দিক খতিয়ে দেখে যাঁরা প্রকৃত প্রাপক রয়েছেন তাঁদেরকেই এই আবাস যোজনার সুবিধা দেওয়া হবে । বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

Awas Yojana
তৃণমূল নেতার বাড়ি (নিজস্ব ছবি)

স্থানীয় বাসিন্দা সুব্রত তাঁতি বলেন, "এ রাজ্যে এটাই জানা কথা, শাসকদলের সঙ্গে ঘুরলে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় । এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ ।'

বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী রাজেশ চক্রবর্তীর কথায়, "তৃণমূল করলে সমস্ত কিছুই সম্ভব । আমরা এই দুর্নীতির কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাব । রাজ্যে আবাস যোজনার ঘর নিয়ে একাধিক দুর্নীতি হচ্ছে । শাসকদল সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত । প্রকৃত প্রাপকরা এই আবাস যোজনার প্রকল্প থেকে তাঁদের প্রাপ্য ঘরটুকুও পাচ্ছেন না । তৃণমূলের নেতারা সমস্ত কিছুই আত্মসাৎ করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.