হায়দরাবাদ: বছর শেষ হতে আর মাত্র আর কিছুদিন ৷ পুরনো বছরের সব কিছু সরিয়ে আবার নতুন কিছু শুরুর অপেক্ষায় বিশ্ববাসী ৷ নতুন বছর কবে ও কতগুলি গ্রহণ তা নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ মনে করা হয়, সূর্য ও চন্দ্রগ্রহণ বৈজ্ঞানিক কারণে হলেও তা মানব জীবনে প্রভাব পড়ে ৷ গ্রহণ রাশিচক্রকেও প্রভাবিত করে বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা ৷ সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে গ্রহণ হয় ৷ জানিয়ে রাখি, নতুন বছর শুরুর কয়েকমাসের মধ্যেই বছরের প্রথম সূর্য গ্রহণ ৷
2025 সালে কতগুলি সূর্যগ্রহণ: পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরল রেখায় চলে এলে, চাঁদের ছায়ায় সূর্যের উপর পড়ে ৷ তখন হয় সূর্যগ্রহণ ৷ পৃথিবীর কোনও কোনও অংশ থেকে পূর্ণগ্রাস গ্রহণ আবার কোনও অংশে আংশিক গ্রহণ দেখা যায় ৷ এটি সাধারণত অমাবস্যার দিনে হলেও, প্রতিটি অমাবস্যায় গ্রহণ হয় না । আগামী বছর দু’টি সূর্যগ্রহণ হবে বলে জানা গিয়েছে ।
নতুন বছরে গ্রহণের সময়: 2025 সালের প্রথম সূর্যগ্রহণ 29 মার্চ ৷ শুরু হবে ভারতীয় সময়ে দুপুর 2টো 20 মিনিট থেকে এবং সন্ধ্যা 6টা 13 মিনিট পর্যন্ত চলবে । এটি আংশিক সূর্যগ্রহণ । 2025 সালে, 21 সেপ্টেম্বর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে । এটিও আংশিক সূর্যগ্রহণ। তবে দু’টি ভারত থেকে দেখা যাবে না ৷
কোথায় দেখা যাবে: মার্চ মাসের সূর্যগ্রহণটি ইউরোপের কিছু অংশ, উত্তর এশিয়া, উত্তর ও পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ এবং উত্তর-দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক অঞ্চলে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ৷ অপরদিকে বারমুডা, পর্তুগাল, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মরক্কো, স্পেন, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, আইসল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্যারো দ্বীপপুঞ্জ, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার মতো দেশগুলিতে আংশিক দৃশ্যমান হবে এই গ্রহণ । তবে ভারতে দৃশ্যমান হবে না এই সূর্যগ্রহণ ৷
সূতক বিরোধী সময়: শাস্ত্র অনুসারে, সূর্যগ্রহণের 12 ঘণ্টা আগে সূতক সময় শুরু হয়। গ্রহণকাল শেষ হওয়ার পর এটি শেষ হয়। সূতক সময় কেবলমাত্র সেই সমস্ত জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য যেখানে সূর্যগ্রহণ দেখা যায়। আগামী বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এক্ষেত্রে সেই সময়ে সূতক কালও বিবেচিত নয় ৷