ETV Bharat / technology

ভ্যালেন্টাইস ডে-তে বুকিং শুরু মাহিন্দ্রার XEV 9e ও BE6-র - MAHINDRA XEV 9E INDIA PRICE

মাহিন্দ্রা আনতে চলেছে তাদের নতুন দু’টি ইলেকট্রিক গাড়ি ৷ দু’টি SUV সেগমেন্টের ৷ XEV 9E এবং BE6-এর দাম ঘোষণা করেছে সংস্থাটি।

MAHINDRA XEV 9E
মাহিন্দ্রা XEV 9e এবং BE 6 (ছবি মাহিন্দ্রা)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 6, 2025, 5:29 PM IST

হায়দরাবাদ: প্রথম সারির গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রা বৈদ্যুতিক গাড়ির বাজারে আনতে চলেছে XEV 9E এবং BE6। প্রারম্ভিক মূল্য প্রকাশ করা হয়েছে দু’টি মডেলের ৷ কোম্পানি উভয় মডেলের বিভিন্ন ব্যাটারি প্যাকের ভ্যারিয়েন্টে দাম স্থির করেছে । XEV 9E এবং BE6 মডেলের বুকিংও এই মাসে শুরু হতে চলেছে ।

বুকিং এবং ডেলিভারি: আনুষ্ঠানিকভাবে 14 ফেব্রুয়ারি মাহিন্দ্রা XEV 9E এবং BE6 মডেলের বুকিং শুরু হবে ৷ এছাড়াও, আজ (6 ফেব্রুয়ারি) থেকে মাহিন্দ্রার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা যাবে । 79 কিলোওয়াট প্যাক থ্রি ভ্যারিয়েন্টের ডেলিভারি মার্চ মাসে শুরু হবে । প্যাক থ্রি সিলেক্ট ভ্যারিয়েন্টের ডেলিভারি জুন মাসে, প্যাক টু ভ্যারিয়েন্টের ডেলিভারি জুলাই মাসে এবং প্যাক ওয়ান এবং সেটির অ্যাবোভ ভ্যারিয়েন্টের ডেলিভারি অগস্ট মাসে শুরু হবে।

ভ্যালেন্টাইনস ডে-র বাজার কাপঁবে Honda City Apex !

মাহিন্দ্রা BE6 পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে । উন্নত বৈশিষ্ট্যের ব্যাটারি প্যাকগুলির সঙ্গে প্রতিটি মডেলের দাম বাড়বে । Mahindra BE6 এর প্রারম্ভিক মূল্য 18.90 লক্ষ টাকা থেকে 26.90 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। Mahindra XEV 9E চারটি ভ্যারিয়েন্টে বিক্রি হবে। XEV 9E এর প্রারম্ভিক মূল্য 21.90 লক্ষ টাকা থেকে 30.50 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

ওয়ারেন্টি: যিনি মাহিন্দ্রা XEV 9E এবং BE6 মডেল প্রথম বুক করবেন আজীবন ওয়ারেন্টি পাবেন । ব্যাটারির সঙ্গে 10 বছর বা 2,00,000 কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া হবে ।

মাহিন্দ্রা XEV 9E এবং BE6 মডেলগুলি INGLO ইলেকট্রিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । কোম্পানি এসি ওয়াল বক্স চার্জারের জন্য একটি প্রিমিয়াম চার্জের অপশন দিয়েছে । 7.2 কিলোওয়াট এসি চার্জের দাম 50 হাজার টাকা এবং 11.2 কিলোওয়াট এসি চার্জের দাম 75 হাজার টাকা।

বাঁচবে পেট্রলের খরচ! সৌর শক্তিতে চলবে গাড়ি, বুকিং প্রাইস 5 হাজার

বৈশিষ্ট্য: XEV 9E এবং BE6 অতি-দ্রুত চার্জিং সাপোর্ট করে ৷ 175 kW চার্জারের সাহায্যে মাত্র 20 মিনিটে 20 থেকে 80 শতাংশ চার্জ করতে পারে। উভয় মডেলের 59কিলোওয়াট ব্যাটারি প্যাক 231 এইচপি শক্তি উৎপাদন করে । 79 কিলোওয়াট ব্যাটারি প্যাকটি 286 এইচপি শক্তি এবং 380 এনএম টর্ক উৎপন্ন করে। দুটি SUV-র স্পিড 100 কিমি/ঘণ্টা ৷ মাহিন্দ্রা BE6 একবার চার্জে 682 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং XEV 9E একবার চার্জে 656 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে।

নিরাপত্তা রেটিং: গত জানুয়ারিতে, মাহিন্দ্রার XEV 9e এবং BE 6-এর মতো বৈদ্যুতিক SUVগুলি নিরাপত্তায় 5 স্টার রেটিং অর্জন করেছে। ক্র্যাশ টেস্টেও সর্বোচ্চ রেটিং পেয়েছো। নিরাপ্ততায় কোনও খামতি নেই দু’টি মডেলের ৷

ব্যাটারি প্যাকদাম (এক্স-শোরুম)
BE6XEV 9E
প্যাক ওয়ান
(59 কিলোওয়াট)
18.90 লক্ষ টাকা21.90 লক্ষ টাকা
প্যাক ওয়ান অ্যাবভ
(59 কিলোওয়াট)
20.50 লক্ষ টাকা---------
প্যাক টু
(59 কিলোওয়াট)
21.90 লক্ষ টাকা24.90 লক্ষ টাকা
প্যাক থ্রি সিলেক্ট
(59 কিলোওয়াট)
24.50 লক্ষ টাকা27.90 লক্ষ টাকা
প্যাক থ্রি
(79 কিলোওয়াট)
26.90 লক্ষ টাকা30.50 লক্ষ টাকা

ক্রাশ টেস্টে 5 স্টার রেটিং Mahindra XEV 9e ও BE6

হায়দরাবাদ: প্রথম সারির গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রা বৈদ্যুতিক গাড়ির বাজারে আনতে চলেছে XEV 9E এবং BE6। প্রারম্ভিক মূল্য প্রকাশ করা হয়েছে দু’টি মডেলের ৷ কোম্পানি উভয় মডেলের বিভিন্ন ব্যাটারি প্যাকের ভ্যারিয়েন্টে দাম স্থির করেছে । XEV 9E এবং BE6 মডেলের বুকিংও এই মাসে শুরু হতে চলেছে ।

বুকিং এবং ডেলিভারি: আনুষ্ঠানিকভাবে 14 ফেব্রুয়ারি মাহিন্দ্রা XEV 9E এবং BE6 মডেলের বুকিং শুরু হবে ৷ এছাড়াও, আজ (6 ফেব্রুয়ারি) থেকে মাহিন্দ্রার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা যাবে । 79 কিলোওয়াট প্যাক থ্রি ভ্যারিয়েন্টের ডেলিভারি মার্চ মাসে শুরু হবে । প্যাক থ্রি সিলেক্ট ভ্যারিয়েন্টের ডেলিভারি জুন মাসে, প্যাক টু ভ্যারিয়েন্টের ডেলিভারি জুলাই মাসে এবং প্যাক ওয়ান এবং সেটির অ্যাবোভ ভ্যারিয়েন্টের ডেলিভারি অগস্ট মাসে শুরু হবে।

ভ্যালেন্টাইনস ডে-র বাজার কাপঁবে Honda City Apex !

মাহিন্দ্রা BE6 পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে । উন্নত বৈশিষ্ট্যের ব্যাটারি প্যাকগুলির সঙ্গে প্রতিটি মডেলের দাম বাড়বে । Mahindra BE6 এর প্রারম্ভিক মূল্য 18.90 লক্ষ টাকা থেকে 26.90 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। Mahindra XEV 9E চারটি ভ্যারিয়েন্টে বিক্রি হবে। XEV 9E এর প্রারম্ভিক মূল্য 21.90 লক্ষ টাকা থেকে 30.50 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

ওয়ারেন্টি: যিনি মাহিন্দ্রা XEV 9E এবং BE6 মডেল প্রথম বুক করবেন আজীবন ওয়ারেন্টি পাবেন । ব্যাটারির সঙ্গে 10 বছর বা 2,00,000 কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া হবে ।

মাহিন্দ্রা XEV 9E এবং BE6 মডেলগুলি INGLO ইলেকট্রিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । কোম্পানি এসি ওয়াল বক্স চার্জারের জন্য একটি প্রিমিয়াম চার্জের অপশন দিয়েছে । 7.2 কিলোওয়াট এসি চার্জের দাম 50 হাজার টাকা এবং 11.2 কিলোওয়াট এসি চার্জের দাম 75 হাজার টাকা।

বাঁচবে পেট্রলের খরচ! সৌর শক্তিতে চলবে গাড়ি, বুকিং প্রাইস 5 হাজার

বৈশিষ্ট্য: XEV 9E এবং BE6 অতি-দ্রুত চার্জিং সাপোর্ট করে ৷ 175 kW চার্জারের সাহায্যে মাত্র 20 মিনিটে 20 থেকে 80 শতাংশ চার্জ করতে পারে। উভয় মডেলের 59কিলোওয়াট ব্যাটারি প্যাক 231 এইচপি শক্তি উৎপাদন করে । 79 কিলোওয়াট ব্যাটারি প্যাকটি 286 এইচপি শক্তি এবং 380 এনএম টর্ক উৎপন্ন করে। দুটি SUV-র স্পিড 100 কিমি/ঘণ্টা ৷ মাহিন্দ্রা BE6 একবার চার্জে 682 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং XEV 9E একবার চার্জে 656 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে।

নিরাপত্তা রেটিং: গত জানুয়ারিতে, মাহিন্দ্রার XEV 9e এবং BE 6-এর মতো বৈদ্যুতিক SUVগুলি নিরাপত্তায় 5 স্টার রেটিং অর্জন করেছে। ক্র্যাশ টেস্টেও সর্বোচ্চ রেটিং পেয়েছো। নিরাপ্ততায় কোনও খামতি নেই দু’টি মডেলের ৷

ব্যাটারি প্যাকদাম (এক্স-শোরুম)
BE6XEV 9E
প্যাক ওয়ান
(59 কিলোওয়াট)
18.90 লক্ষ টাকা21.90 লক্ষ টাকা
প্যাক ওয়ান অ্যাবভ
(59 কিলোওয়াট)
20.50 লক্ষ টাকা---------
প্যাক টু
(59 কিলোওয়াট)
21.90 লক্ষ টাকা24.90 লক্ষ টাকা
প্যাক থ্রি সিলেক্ট
(59 কিলোওয়াট)
24.50 লক্ষ টাকা27.90 লক্ষ টাকা
প্যাক থ্রি
(79 কিলোওয়াট)
26.90 লক্ষ টাকা30.50 লক্ষ টাকা

ক্রাশ টেস্টে 5 স্টার রেটিং Mahindra XEV 9e ও BE6

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.