মানুষ কষ্টে আছে, বাজি ফাটাবেন না : জেলাশাসক
🎬 Watch Now: Feature Video
দীপাবলি নিয়ে জেলার মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে শব্দবাজি না ফাটানোর বার্তা জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি । তিনি বলেন,"মানুষ কষ্টে আছে, দয়া করে বাজি পাঠাবেন না ।" আজ তিনি বলেন "মানুষ হাসপাতালের বেড পাচ্ছে না, অ্যাম্বুলেন্স পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না । এই রকম অবস্থার মধ্যে সবাই যখন আছে, তখন আপনাদের কাছে বিনীত অনুরোধ শব্দবাজি ব্যবহার করবেন না ।"জেলাশাসকের বক্তব্যকে সমর্থন করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা ADDA চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন "জেলাশাসক একটি মারাত্মক কথা বলে গেছেন । আমরা কয়েকদিন ধরে বিশেষজ্ঞদের মতামত পড়ছি । তাতে বলা হচ্ছে শব্দবাজি কিন্তু মানুষকে আরও বেশি অসুস্থ করে দেবে । সংক্রমণ আরও ছড়িয়ে দিতে পারে ।" তাই শব্দবাজি না ফাটানোর কথা মনে পড়িয়ে দিয়েছেন জেলাশাসক ও বিধায়ক ।
Last Updated : Nov 2, 2020, 8:26 PM IST