দোল খেলায় মাতলেন নদিয়ার জেলাশাসক - latest news of dol
🎬 Watch Now: Feature Video
কোরোনা আতঙ্ককে দূরে সরিয়ে আজ দোলের দিনে আবির খেলায় মাতলেন নদিয়ার জেলাশাসক বিভূ গোয়েল ৷ সঙ্গে
ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুও ৷ কৃষ্ণনগরের মৃত্তিকাতে জেলা পরিষদের পক্ষ দোল উৎসব উদযাপন করা হয় আজ ৷ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ নাচে-গানে মেতে উঠেছিলেন সবাই ৷ একে অপরকে আবির মাখিয়ে চলল দোল খেলা ৷ জেলাশাসক বলেন, "আজকের দিনটি একটু অন্যরকম ভাবে পালন করলাম ৷"