বেলুড় মঠে পালিত হল দশহরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 20, 2021, 7:35 PM IST

সনাতন হিন্দুদের কাছে গঙ্গা শুধু নদী নয়, এক আরাধ্য দেবীও বটে । প্রতিবছর এই দিনটাতে গোমুখ থেকে সাগর পর্যন্ত গঙ্গা অববাহিকায় মা গঙ্গার আবাহনী পুজো হয় । বেলুড় মঠ প্রতিষ্ঠার পর থেকে বেলুড় মঠে প্রতিবছর এই দিনটাতে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে গঙ্গা পুজো হয় । রবিবার বেলুড় মঠে গঙ্গার ঘাটে সাড়ম্বরে এই পুজো সম্পন্ন হল । করোনাকালে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র মঠের আবাসিক সন্নাসী এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে এই পুজো সম্পন্ন হয় । প্রসঙ্গত কথিত রয়েছে 'যেখানে গঙ্গা আছেন সেটাই দেশ ।’ গঙ্গা তীরের সেই দেশই তপোবন ও সিদ্ধতীর্থ আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থেও 'গঙ্গা' নামের উল্লেখ আছে । গঙ্গা বৈদিকী নদী । ঋকবেদের একটি শ্লোকে যমুনা, সরস্বতী, শতদ্রু , পরুষ্ণী , অসিক্লী , মরুৎবৃধা , বিতস্তা , সুষোমা ও আর্জীকিয়া নদীর সঙ্গেও গঙ্গার নাম পাওয়া যায় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.