ETV Bharat / state

'32টা দাঁত ভেঙে জিভ ছিঁড়ে বাইরে ফেলে দেব', বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল সভাপতির

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অকথা-কুকথা যারা বলছে, সেই বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া এবং জিভ ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদা জেলার তৃণমূল সভাপতি ৷

TMC District President Abdur Rahim Boxi
মালদার জেলা সভাপতি আবদুর রহিম বক্সি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

মালদা, 24 নভেম্বর: ফের বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললে, দাঁত ভেঙে জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি ৷ তৃণমূল বিধায়কের এমন মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধী দলগুলি ৷

উপ-নির্বাচনে ছ'য়ে 6 ৷ ঘাসফুল শিবিরের এমন ফলাফলের পর রবিবার সকালে স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূলের কার্যালয়ে বিজয়োল্লাসের আয়োজন করা হয় ৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি, বিধায়ক সাবিত্রী মিত্র-সহ অন্য দলীয় নেতাকর্মীরা ৷

মালদার জেলা সভাপতি আবদুর রহিম বক্সি (ইটিভি ভারত)

অনুষ্ঠানের মধ্যেই রহিম বক্সি বলে বসেন, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করলে, সেই মুখের 32টা দাঁত ভেঙে দেব ৷ জিভ ছিঁড়ে বাইরে ফেলে দেব ৷ লোকসভা নির্বাচনে মালদার দু'টি আসন হেরেছি বলে বিরোধীরা উল্লাস করছে ৷ আগামিদিনে জেলার 12টা বিধানসভা আসনই মানুষ আমাদের উপহার দেবে ৷ আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে মালদার মানুষ বিরোধীদের নিশ্চিহ্ন করে দেবে ৷"

পরে সাংবাদিকদের তিনি বলেন, "মালদায় গত লোকসভা নির্বাচনে নিজের ভুলের কারণে দু'টি আসনেই হেরে গিয়েছিলাম ৷ একে হাতিয়ার করে বিজেপি আর তার দুই দালাল, সিপিএম ও কংগ্রেস খুব উল্লাস করেছে ৷ বিগত দিনের ইতিহাস তাদের জানা নেই যে, লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারান হারে ৷ পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ৷ 2026 সালে মালদার মানুষও মমতা বন্দ্য়োপাধ্যায়কেই সমর্থন করবেন ৷ সেই কারণে আমি আপনাদের সামনে আবার বলছি, যে মুখ দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর বক্তব্য বলছে, সেই মুখ যদি বন্ধ না হয় তাহলে মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দেব ৷"

এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, "তৃণমূলের সংস্কৃতি কী তা সকলের জানা ৷ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়কের মুখ থেকে একাধিকবার এই ধরনের কথা শোনা গিয়েছে ৷ এরা দেশের প্রধানমন্ত্রীকেও অসম্মান করতে ছাড়ে না ৷ এই মন্তব্য থেকেই তৃণমূলের সংস্কৃতির পরিচয় পাওয়া যায় ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীদের প্রতি মানুষ কতটা ক্ষুব্ধ রয়েছেন, তা শাসকদল আগামিদিনে ঠিক টের পাবে ৷"

মালদা, 24 নভেম্বর: ফের বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললে, দাঁত ভেঙে জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি ৷ তৃণমূল বিধায়কের এমন মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধী দলগুলি ৷

উপ-নির্বাচনে ছ'য়ে 6 ৷ ঘাসফুল শিবিরের এমন ফলাফলের পর রবিবার সকালে স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূলের কার্যালয়ে বিজয়োল্লাসের আয়োজন করা হয় ৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি, বিধায়ক সাবিত্রী মিত্র-সহ অন্য দলীয় নেতাকর্মীরা ৷

মালদার জেলা সভাপতি আবদুর রহিম বক্সি (ইটিভি ভারত)

অনুষ্ঠানের মধ্যেই রহিম বক্সি বলে বসেন, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করলে, সেই মুখের 32টা দাঁত ভেঙে দেব ৷ জিভ ছিঁড়ে বাইরে ফেলে দেব ৷ লোকসভা নির্বাচনে মালদার দু'টি আসন হেরেছি বলে বিরোধীরা উল্লাস করছে ৷ আগামিদিনে জেলার 12টা বিধানসভা আসনই মানুষ আমাদের উপহার দেবে ৷ আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে মালদার মানুষ বিরোধীদের নিশ্চিহ্ন করে দেবে ৷"

পরে সাংবাদিকদের তিনি বলেন, "মালদায় গত লোকসভা নির্বাচনে নিজের ভুলের কারণে দু'টি আসনেই হেরে গিয়েছিলাম ৷ একে হাতিয়ার করে বিজেপি আর তার দুই দালাল, সিপিএম ও কংগ্রেস খুব উল্লাস করেছে ৷ বিগত দিনের ইতিহাস তাদের জানা নেই যে, লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারান হারে ৷ পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ৷ 2026 সালে মালদার মানুষও মমতা বন্দ্য়োপাধ্যায়কেই সমর্থন করবেন ৷ সেই কারণে আমি আপনাদের সামনে আবার বলছি, যে মুখ দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর বক্তব্য বলছে, সেই মুখ যদি বন্ধ না হয় তাহলে মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দেব ৷"

এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, "তৃণমূলের সংস্কৃতি কী তা সকলের জানা ৷ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়কের মুখ থেকে একাধিকবার এই ধরনের কথা শোনা গিয়েছে ৷ এরা দেশের প্রধানমন্ত্রীকেও অসম্মান করতে ছাড়ে না ৷ এই মন্তব্য থেকেই তৃণমূলের সংস্কৃতির পরিচয় পাওয়া যায় ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীদের প্রতি মানুষ কতটা ক্ষুব্ধ রয়েছেন, তা শাসকদল আগামিদিনে ঠিক টের পাবে ৷"

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.