Cyclone Jawad alert at Digha: ঘূর্ণিঝড় 'জাওয়াদের' জন্য সতর্কবার্তা জারি দিঘায়
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর (Cyclone Jawad alert at digha) জেরে দিঘার সমুদ্র উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে সতর্কবার্তা জারি হয়েছে। চলছে মাইকিং, মাঝসমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। থাইল্যান্ড থেকে আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে নিম্নচাপ 'জাওয়াদ।' ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জেলাগুলিতে অতিভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বইতে পারে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যাঁরা মাছ সমুদ্রে মৎস্য শিকার করতে গিয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে এলাকায় মাইকিং করে সতর্কবার্তা জারি করা হয়েছে।