শিলিগুড়ি, 4 ডিসেম্বর: জটিল অস্ত্রোপচার করে কিশোরীর প্রাণ বাঁচাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । শ্বাসনালীতে ঢুকে যাওয়া হিজাবের পিন বের করে তাকে নতুন জীবন দান করলেন ইএনটি বিভাগের চিকিৎসকরা ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 2 ডিসেম্বর জলপাইগুড়ির বাসিন্দা বছর ষোলোর স্নেহা আফরোজ কিছু খাওয়ার সময়ে হাতে থাকা হিজাবের পিন গিলে ফেলে । এরপরেই তাকে জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হয় । তবে সেখানকার চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করেছিলেন যে, সেই পিনটি খাদ্যনালীতে ঢুকে গিয়েছে । যদিও পরে নানা পরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পারেন শ্বাসনালীতে আটকে রয়েছে পিনটি । এরপরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই নাবালিকাকে রেফার করা হয় ।
3 ডিসেম্বর মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের চিকিৎসকরা স্নেহাকে ভর্তি করেন । এরপর বুধবার সকালে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তাঁরা । প্রায় আধঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারের পর শ্বাসনালীর ভিতরে আটকে থাকা প্রায় 4 ইঞ্চির পিনটি বের করতে সক্ষম হন চিকিৎসকরা । বর্তমানে ওই নাবালিকাকে আইসিসিইউ-তে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে । তবে অস্ত্রোপচার করার পর আপাতত সঙ্কট কেটে গিয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের চিকিৎসকরা ।
এই বিষয়ে ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো বলেন, "ওই নাবালিকা সঙ্কটজনক অবস্থায় আমাদের কাছে চিকিৎসা করাতে এসেছিল । আমাদের বিভাগের চিকিৎসকেরা সমস্ত বিষয়টি দেখে নিয়ে অস্ত্রোপচার করেন । এখন সে সুস্থ রয়েছে ।" চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে স্নেহার পরিবার ।