কলকাতা, 6 জানুয়ারি: চলতি শীত কখনও হাড় কাঁপানো, আবার কখনও বিরতিতে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ কখনও নীচের দিকে আবার কখনও স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশ কিছুটা ওপরে। ফলে শীত কখনও উষ্ণ, কখনও কনকনে। কেন এমন হচ্ছে? আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, ঝঞ্ঝা কাঁটায় শীতের এই খামখেয়ালিপনা।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বেশকিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। আগামী দু'দিনে কুয়াশার দাপট বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি আসতে পারে, 2-1 জায়গায়। বাকি জেলাতেও ঘন কুয়াশার দাপট থাকবে ৷
আজ ও আগামিকাল রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট। তাপমাত্রার তারতম্যে এবং জলীয়বাষ্পের উপস্থিতির কারণে ঘন কুয়াশার সতর্কতা উত্তর ও দক্ষিণ দুইবঙ্গেই। বুধ এবং বৃহস্পতিবারে ও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। চলতি সপ্তাহে গঙ্গাসাগর মেলা। এখনকার তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হবে। সেইসময় কনকনে শীত পাওয়া যাবে না। সঙ্গে কুয়াশার দাপট থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাতের ইঙ্গিত। দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা আগামিকাল, মঙ্গলবার। সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কমবে অনেকটা। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 50 মিটারের নিচে নামতে পারে দৃশ্যমানতা ৷ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় কুয়াশার দাপট অপেক্ষাকৃত বেশি থাকবে।
আবহাওয়াবিদ কী বলছেন?
আবহাওয়ার পূর্বাভাসে সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, স্বাভাবিকের ওপরে রয়েছে পারদ। আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা। পরে স্বাভাবিকের কাছাকাছি নামলেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই। আগামী 4-5 দিনে তাপমাত্রার বেশকিছুটা তারতম্য হবে। প্রথম দু'দিনে 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা ফের কমতে পারে। পরবর্তী 2-3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।
রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রির কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 66 শতাংশ। আজ ভোর এবং সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ, বেলা বাড়লেও তা আংশিক মেঘে ঢাকা থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে।