ETV Bharat / state

ফুল কুড়ানোকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বচসা, প্রতিবেশীর মারে মৃত্যু যুবকের - YOUTH BEATEN TO DEATH BY NEIGHBOURS

মায়ের সঙ্গে প্রতিবেশী বৃদ্ধার ঝগড়া হয়েছিল ৷ পরক্ষণেই তা মিটেও যায় ৷ তারপর ওই বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে যেতেই মর্মান্তিক পরিণতি যুবকের ৷

Beaten To death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2024, 10:52 PM IST

সামশেরগঞ্জ, 4 ডিসেম্বর: ফুল কুড়ানোকে কেন্দ্র করে দুই মহিলার বচসা । সামান্য বিষয় নিয়ে গালাগালি ও ঝগড়ার এক পর্যায়ে খুন যুবক । সামশেরগঞ্জের চাচন্ড পঞ্চায়েতের অন্তর্গত জালাদিপুর গ্রামের ঘটনা ৷ ঝগড়া থেমে যাওয়ার পর বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রতিবেশীদের মারে মৃত্যু হল সুজয় দাস নামে ওই যুবকের ।

মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকায় । সেদিন রাতেই অপূর্ব দাস নামে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে জালাদিপুর গ্রামে যান ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা । এসডিপিও আমিনুল ইসলাম বলেন, "একজনকে গ্রেফতার করা হয়েছে । ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।"

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বৃদ্ধা মিলনী দাস বাড়ি থেকে কিছুটা দূরে গাছের ফুল কুড়োতে যান । সেখানেই মৃত সুজয় দাসের মা সুলেখা দাসের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । পরে তা মিটেও যায় । তার কিছুক্ষণ পর সুজয় দাস রাস্তা দিয়ে তেল মিলে কাজ করতে যাচ্ছিলেন । সেই সময় মিলনী দাসের বাড়ির সামনে দিয়ে যেতেই সুজয়কে একা পেয়ে বৃদ্ধার ছেলে, বউমা, নাতি ও আত্মীয়রা বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

আঘাত গুরুতর হওয়ায় অসুস্থ হয়ে পড়ে সুজয় । তাঁকে মহেসাইল হাসপাতালে ভর্তি করা হয় । সন্ধ্যা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর । রাতেই দেহ ময়নাতদন্তে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ । বুধবার সন্ধ্যায় দেহ জালাদিপুরের বাড়িতে নিয়ে আসা হয় । বৃহস্পতিবার সকালে যুবকের দেহ সৎকার করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা । এদিকে সামান্য বিষয়কে কেন্দ্র করে যুবককে খুন করার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক হইচই সৃষ্টি হয়েছে । অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা ।

সামশেরগঞ্জ, 4 ডিসেম্বর: ফুল কুড়ানোকে কেন্দ্র করে দুই মহিলার বচসা । সামান্য বিষয় নিয়ে গালাগালি ও ঝগড়ার এক পর্যায়ে খুন যুবক । সামশেরগঞ্জের চাচন্ড পঞ্চায়েতের অন্তর্গত জালাদিপুর গ্রামের ঘটনা ৷ ঝগড়া থেমে যাওয়ার পর বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রতিবেশীদের মারে মৃত্যু হল সুজয় দাস নামে ওই যুবকের ।

মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকায় । সেদিন রাতেই অপূর্ব দাস নামে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে জালাদিপুর গ্রামে যান ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা । এসডিপিও আমিনুল ইসলাম বলেন, "একজনকে গ্রেফতার করা হয়েছে । ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।"

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বৃদ্ধা মিলনী দাস বাড়ি থেকে কিছুটা দূরে গাছের ফুল কুড়োতে যান । সেখানেই মৃত সুজয় দাসের মা সুলেখা দাসের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । পরে তা মিটেও যায় । তার কিছুক্ষণ পর সুজয় দাস রাস্তা দিয়ে তেল মিলে কাজ করতে যাচ্ছিলেন । সেই সময় মিলনী দাসের বাড়ির সামনে দিয়ে যেতেই সুজয়কে একা পেয়ে বৃদ্ধার ছেলে, বউমা, নাতি ও আত্মীয়রা বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

আঘাত গুরুতর হওয়ায় অসুস্থ হয়ে পড়ে সুজয় । তাঁকে মহেসাইল হাসপাতালে ভর্তি করা হয় । সন্ধ্যা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর । রাতেই দেহ ময়নাতদন্তে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ । বুধবার সন্ধ্যায় দেহ জালাদিপুরের বাড়িতে নিয়ে আসা হয় । বৃহস্পতিবার সকালে যুবকের দেহ সৎকার করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা । এদিকে সামান্য বিষয়কে কেন্দ্র করে যুবককে খুন করার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক হইচই সৃষ্টি হয়েছে । অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.