হাওড়া, 12 ফেব্রুয়ারি: রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর ৷ 8 নয়, এবার হাওড়া থেকে পটনা চলবে 16 বগির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ৷ যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত পূর্ব রেলের ৷
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাওড়া–পটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করছে। এর জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই রুটে বন্দে ভারত ট্রেন এখন 16 কামরার করা হবে । এতে একদিকে যেমন যাত্রীদের টিকিট পেতে সুবিধা হবে, অপরদিকে রেলের আর্থিক লাভ হবে বলে মনে করা হচ্ছে ।
পূর্ব রেলের দাবি, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে ৷ এই ট্রেনগুলি উচ্চগতি সম্পন্ন ও ভ্রমণ আরামদায়ক হওয়ার কারণে যাত্রীদের মন কাড়ছে । তাই বন্দে ভারত ট্রেনগুলির নির্ধারিত সময়সূচি বজায় রাখা এবং গন্তব্যে সময়মতো পৌঁছনোর বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যাত্রীদের চাহিদা মেটাতে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, 13 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই 8 কোচের পরিবর্তে 16 বগি নিয়ে চলবে বন্দে ভারত । এই বগির বৃদ্ধি আরও বেশি যাত্রীবহনের সুযোগ করে দেবে এবং এই উচ্চগতির রুটে ভ্রমণের সুবিধা বাড়াবে। বর্তমানে হাওড়া থেকে বিভিন্ন রুটে রোজই চলছে বন্দে ভারত । বাকি রুটগুলি থেকে যাত্রীদের অভিজ্ঞতার উপর নির্ভর করে অতিরিক্ত কামরা সংযোজন করার চিন্তাভাবনা রয়েছে পূর্ব রেলের বলে জানা গিয়েছে ।
হাওড়া–পটনা বন্দে ভারত ট্রেনটি 2023 সালের 24 সেপ্টেম্বর অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্বোধন করা হয় ৷ 26 সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেনটি হাওড়া ও পটনার মধ্যে যাত্রীদের নিয়ে চলাচল শুরু করে ৷ এই ট্রেনটি হাওড়া ও পটনার মধ্যে যাত্রা আরও সুবিধাজনক করে তোলে । 22347/22348 হাওড়া–পটনা বন্দে ভারত এক্সপ্রেসে আধুনিক ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করতে 25টি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে ।