ETV Bharat / international

ফরাসিদের ধন্যবাদ ! মার্সেই শহরে সাভারকরকে স্মরণ-শ্রদ্ধা মোদির - PM MODI FRANCE VISIT

ফ্রান্সের মার্সেই শহরের সঙ্গে জড়িয়ে আছে সাভারকরের পালানোর প্রচেষ্টার কাহিনি ৷ সেই কথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন ৷

PM Modi arrives in French port city of Marseille
মার্সেই ভিডি সাভারকরকে স্মরণ-শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির (ছবি সৌজন্য: উইকিপিডিয়া ও প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Feb 12, 2025, 1:27 PM IST

প্যারিস, 12 ফেব্রুয়ারি: ভিডি সাভারকরের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরে পৌঁছন তিনি ৷ সেখানে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সোশাল মিডিয়ায় তিনি এই কথা জানান ৷

তিনি লেখেন, "মার্সেইতে এসেছি ৷ ভারতের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসে এই শহরের বিশেষ অবদান রয়েছে ৷ এই জায়গা থেকে মহান বীর সাভারকর পালানোর দুঃসাহসিক চেষ্টা করেছিলেন ৷" তিনি আরও লেখেন, "আমি সেই সময়ের মার্সেই শহরের বাসিন্দা এবং ফরাসি সমাজকর্মীদের কৃতজ্ঞতা জানাই ৷ তাঁরা দাবি তুলেছিলেন, যেন সাভারকরকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া না হয় ৷ সাভারকরের সাহসিকতা প্রজন্মের পর প্রজন্মকে উৎসাহিত করে যাবে ৷"

মার্সেইতে বসবাসকারী ভারতীয়রা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভর্থ্যনা জানান ৷ এরপর ভারতীয় সময় 4.18 মিনিটে প্রধানমন্ত্রী আবারও একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং আমি মার্সেই শহরে পৌঁছেছি ৷ ভারত ও ফ্রান্সের মধ্যে যোগাযোগ বিষয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে এখানে ৷ এখানে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন করা হয়েছে, যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীর করে তুলবে ৷ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জানাব ৷" এটা প্রধানমন্ত্রী মোদির ষষ্ঠ ফ্রান্স সফর ৷ এখান থেকে তিনি আমেরিকার উদ্দেশে রওনা দেবেন ৷

ব্রিটিশ শাসনকালে 1910 সালের 8 জুলাই বীর সাভারকরকে ব্রিটিশ জাহাজ মোরেয়াতে পাঠানো হচ্ছিল ৷ ওই জাহাজে তাঁকে ভারতে আনার কথা ছিল এবং তারপর বিচারপর্ব শুরু হত ৷ কিন্তু তিনি তার আগেই পালানোর চেষ্টা করেন ৷ তিনি জাহাজের একটি সুড়ঙ্গ দিয়ে সমুদ্রে গিয়ে পড়েন ৷ কোনওরকমে সমুদ্র সাঁতরে তীরে এসে পৌঁছান সাভারকর ৷ কিন্তু সেখানে তাঁকে গ্রেফতার করে ফরাসি কর্তৃপক্ষ ৷ তারা বীর সাভারকরকে ব্রিটিশ জাহাজটিতে তুলে দেন ৷ এরপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে তাঁকে আজীবন কারাবাসের সাজা দেয় ব্রিটিশ সরকার ৷

প্যারিস, 12 ফেব্রুয়ারি: ভিডি সাভারকরের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরে পৌঁছন তিনি ৷ সেখানে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সোশাল মিডিয়ায় তিনি এই কথা জানান ৷

তিনি লেখেন, "মার্সেইতে এসেছি ৷ ভারতের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসে এই শহরের বিশেষ অবদান রয়েছে ৷ এই জায়গা থেকে মহান বীর সাভারকর পালানোর দুঃসাহসিক চেষ্টা করেছিলেন ৷" তিনি আরও লেখেন, "আমি সেই সময়ের মার্সেই শহরের বাসিন্দা এবং ফরাসি সমাজকর্মীদের কৃতজ্ঞতা জানাই ৷ তাঁরা দাবি তুলেছিলেন, যেন সাভারকরকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া না হয় ৷ সাভারকরের সাহসিকতা প্রজন্মের পর প্রজন্মকে উৎসাহিত করে যাবে ৷"

মার্সেইতে বসবাসকারী ভারতীয়রা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভর্থ্যনা জানান ৷ এরপর ভারতীয় সময় 4.18 মিনিটে প্রধানমন্ত্রী আবারও একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং আমি মার্সেই শহরে পৌঁছেছি ৷ ভারত ও ফ্রান্সের মধ্যে যোগাযোগ বিষয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে এখানে ৷ এখানে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন করা হয়েছে, যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীর করে তুলবে ৷ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জানাব ৷" এটা প্রধানমন্ত্রী মোদির ষষ্ঠ ফ্রান্স সফর ৷ এখান থেকে তিনি আমেরিকার উদ্দেশে রওনা দেবেন ৷

ব্রিটিশ শাসনকালে 1910 সালের 8 জুলাই বীর সাভারকরকে ব্রিটিশ জাহাজ মোরেয়াতে পাঠানো হচ্ছিল ৷ ওই জাহাজে তাঁকে ভারতে আনার কথা ছিল এবং তারপর বিচারপর্ব শুরু হত ৷ কিন্তু তিনি তার আগেই পালানোর চেষ্টা করেন ৷ তিনি জাহাজের একটি সুড়ঙ্গ দিয়ে সমুদ্রে গিয়ে পড়েন ৷ কোনওরকমে সমুদ্র সাঁতরে তীরে এসে পৌঁছান সাভারকর ৷ কিন্তু সেখানে তাঁকে গ্রেফতার করে ফরাসি কর্তৃপক্ষ ৷ তারা বীর সাভারকরকে ব্রিটিশ জাহাজটিতে তুলে দেন ৷ এরপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে তাঁকে আজীবন কারাবাসের সাজা দেয় ব্রিটিশ সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.