চালু হয়নি ইলেকট্রিক চুল্লি, সমস্যায় রানাঘাটের বাসিন্দারা
🎬 Watch Now: Feature Video
প্রায় আড়াই বছর ধরে বন্ধ নদিয়ার রানাঘাটের চূর্ণী নদী লাগোয়া একমাত্র শ্মশান ৷ রানাঘাট পৌরসভার তরফে শ্মশানে ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ শুরু হয়েছিল ৷ যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল পুরোনো কাঠের চুল্লিটি ৷ কিন্তু স্থানীয়দের অভিযোগ, আড়াই বছর কেটে গেলেও এখনও চালু হয়নি নতুন ইলেকট্রিক চুল্লিটি ৷ বন্ধ পড়ে রয়েছে কাঠের চুল্লিটিও ৷ যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা । যদিও রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের দাবি, প্রযুক্তিগত সমস্যার জন্য ইলেকট্রিক চুল্লিটি চালু করা যায়নি ৷ দেখুন ভিডিয়ো...