BJP-র বিজয় মিছিলে ধাক্কাধাক্কি : ভিডিয়ো - canning
🎬 Watch Now: Feature Video
লোকসভা ভোটে দেশজুড়ে BJP-র সাফল্যের জন্য সব জায়গায় চলছে বিজয় মিছিল । একইভাবে আজ বিকেলে ক্যানিং 1 মণ্ডল কমিটি আয়োজন করে একটি বিজয় মিছিলের । কিন্তু মিছিল তো হয়নি । উলটে নিজেদের মধ্যে চলে মারামারি, ধাক্কাধাক্কি । BJP-র দুই গোষ্ঠী একে অপরকে RSP, তৃণমূলের এজেন্ট বলে অভিযোগ করতে থাকে । ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । পরে ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।