Cannabis recover from Nadia : বাড়িতে গাঁজার বাগান, পুলিশি অভিযানে গ্রেফতার 3
🎬 Watch Now: Feature Video
বাড়িতে পুরো গাঁজার বাগান ৷ যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা ৷ সূত্র মারফত খবর পেয়ে আবগারি দফতর ও হাঁসখালি থানার যৌথ উদ্যোগে নদিয়ার হাঁসখালি থানার মামজোয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়েশপুর গ্রামের ওই বাড়ির উঠোন থেকে সেই 10 লাখ টাকার গাঁজা গাছ বাজেয়াপ্ত করে পুলিশ (Cannabis worth 10 lakh recover from Nadia) ৷ গ্রেফতার করা হয় গাঁজা চাষ করা তিন যুবককে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাড়ির উঠোনে গাঁজা চাষ করত ধৃতরা । রবিবার ধৃত তিনজনকে রানাঘাট মহকুমার অতিরিক্ত আদালতে তোলা হলে বিচারক তাদের ছ'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷