রাজ্য সরকারের কথার কোনও দাম নেই, পাপের ভয় নেই : জয় বন্দ্যোপাধ্যায় - Joy Banerjee attacks State government in various issues
🎬 Watch Now: Feature Video
"দুর্নীতিটা এখন রাজ্যের রোজকার ব্যপার হয়ে গেছে ৷ রাজ্যে এমন কেউ নেই যে এই সরকারের দ্বারা বঞ্চিত হননি ৷ ক্ষমতায় এলে আমাদের প্রথম কাজ হবে স্বচ্ছতা আনা ৷" হাওড়া পাঁচলার নস্করপুর এলাকায় একটি অনুষ্ঠানে গিয়ে একথা বলেন BJP নেতা জয় ব্যানার্জি ৷ এছাড়াও একাধিক ইশুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ৷