খড়গপুর, 1 জানুয়ারি: রাজ্যে খড়গপুর আইআইটি-র ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক অমিত পাত্র ৷ বর্তমানে তিনি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (আইআইটি) ডিরেক্টর ৷ নিয়ম মেনে অন্য কেউ খড়গপুর আইআইটি-র ডিরেক্টর পদে নিযুক্ত না হওয়া অথবা পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত অধ্যাপক অমিত পাত্র এখানে ডিরেক্টর পদের দায়িত্বভার সামলাবেন ৷
হস্তান্তরের আগে খড়গপুর আইআইটি'র বিদায়ী ডিরেক্টর ভিকে তিওয়ারির ভূয়সী প্রশংসা করে আইআইটি কর্তৃপক্ষ ৷ তিনি আইআইটি'র কৃষি ও খাদ্য প্রকৌশলী বিভাগের অধ্যাপক ছিলেন ৷ মঙ্গলবার প্রতিষ্ঠানের বোর্ড রুমে ডেপুটি ডিরেক্টর অধ্যাপক রিন্টু বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অমিত জৈন এবং আইআইটি খড়গপুরের অন্য উচ্চপদস্থ আধিকারিক, এবং কর্মীদের উপস্থিতিতে ডিরেক্টর পদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয় ৷
অধ্যাপক অমিত পাত্র কে ?
- নয়া ডিরেক্টর অমিত পাত্র খড়গপুর আইআইটি-র প্রাক্তন ছাত্র ৷ 1984 সালে তিনি এই প্রতিষ্ঠান থেকে বিটেক করেছেন, এমটেক করেছেন 1986 সালে এবং পিএইচডি করেছেন 1990 সালে । 1992-93 সালে এবং পরে 2000 সালে, তিনি পোস্ট-ডক্টরাল ফেলো হিসাবে জার্মানির বোকাম-এ রুহা বিশ্ববিদ্যালয়ে যান ৷
- 1987 সালে অমিত পাত্র খড়গপুর আইআইটি'র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন ৷ এছাড়া 2018-19-এ তিনি একজন সিনিয়র ভিজিটিং রিসার্চ সায়েনটিস্ট হিসেবে আমেরিকার বাল্টিমোর কাউন্টির মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ৷ সেখানে সম্মাননীয় অ্যাডজান্ট অধ্যাপক পদে দায়িত্ব পালন করছেন ৷
- এছাড়া অধ্যাপক অমিত পাত্র 2007 এবং 2013 সালের মধ্যে খড়গপুর আইআইটি'র অ্যালুমনি অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক সম্পর্ক-এর ডিন হয়েছিলেন ৷ 2004-07 সাল- এই সময়ে এই আইআইটি-তেই অ্যাডভান্সড ভিএলএসআই ডিজাইন ল্যাব-এর প্রফেসর-ইন-চার্জ হিসাবে কাজ করেন ৷
- বর্তমানে তিনি পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিটস, মিক্সড-সিগন্যাল ভিএলএসআই ডিজাইন, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ও বায়োমেডিক্যাল সিস্টেমে ডায়গনস্টিকস এবং প্রগনস্টিক্স নিয়ে গবেষণা করছেন ৷
- অ্যাডভান্সড ভিএলএসআই ডিজাইন ল্যাবরেটরির প্রফেসর-ইন-চার্জ হিসাবে তিনি ল্যাবরেটরির চিপ ডিজাইনের কাজকর্ম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ৷ এছাড়া উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা তৈরিতেও গুরুত্বপূর্ণ ছিলেন অধ্যাপক অমিত পাত্র ৷
- তাঁর মেয়াদকালে, এই ল্যাবরেটরি, ন্যাশনাল সেমিকন্ডাক্টর, ইনটেল, সিনোপসিস-এর মতো বৃহৎ বহুজাতিক সংস্থার কাছ থেকে প্রায় 1 মিলিয়ন (10 লক্ষ) ডলার তহবিল পেয়েছে ৷ অধ্যাপক পাত্রের উদ্যোগে নেতৃত্বে থাকা ভিএলএসআই কোম্পানিগুলির একটি গ্রুপ গড়ে ওঠে ৷ যাতে গবেষণাগারে চিপ ডিজাইন এবং সিএডি-র কাজকর্ম চালিয়ে যাওয়া যায় ৷
- ন্যাশনাল সেমিকন্ডাক্টর, টেক্সাস ইন্সট্রুমেন্টস, এজিলেন্ট টেকনোলজিস, সান মাইক্রোসিস্টেমস, ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস, সিনোপসিস ইনকর্পোরেটেড, ইনফিনন টেকনোলজিস ইত্যাদি-সহ এক ডজনেরও বেশি কোম্পানি এই কনসোর্টিয়ামে যোগ দিয়েছে ৷
- অধ্যাপক অমিত পাত্র প্রায় এক ডজন পেটেন্ট দাখিল করেছেন ৷ তাঁর নামে একটি মঞ্জুরিকৃত পেটেন্ট রয়েছে ৷ এছাড়া 45 টিরও বেশি স্পনসর প্রকল্প পরিচালনা করেছেন খড়গপুর আইআইটি'র নয়া ডিরেক্টর ৷ সেই প্রজেক্টগুলির বেশিরভাগই ভিএলএসআই ক্ষেত্রের এবং পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিটস এবং নিয়ন্ত্রণ পদ্ধতি সংক্রান্ত ৷
- তিনি ন্যাশনাল সেমিকন্ডাক্টর কর্পোরেশন, ইনফিনিওন টেকনোলজিস, ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর, ম্যাক্সিম কর্পোরেশন, এনএক্সপি সেমিকন্ডাক্টর এবং পাওয়ার ম্যানেজমেন্ট ক্ষেত্রে কয়েকটি স্টার্ট-আপ কোম্পানির সঙ্গে সহযোগিতা করেছেন ৷
- কন্ট্রোল সিস্টেম বিষয়ে তিনি ইসরো, ডিআরডিও, এডিই, এডিএ, জেনারেল মোটোর্স এবং টাটা মোটর্স-এর সঙ্গে কাজ করেছেন ৷
- 1995 সালে অধ্যাপক অমিত পাত্র স্যামসাং ইনোভেশন অ্যাওয়ার্ড-সহ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর তরফে 'ইয়ং টিচার্স কেরিয়ার অ্যাওয়ার্ড' পান ৷ এর পরের বছর অর্থাৎ 1996 সালে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর ইয়ং ইঞ্জিনিয়ার পুরস্কার পান তিনি ৷
- ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর একজন তরুণ সহযোগী হিসাবে 1992-97 সাল সময়কালে অধ্যাপক অমিত পাত্র আইইইই (আমেরিকা), ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ভারত)-এর সদস্য হন ৷ এছাড়া সিস্টেম সোসাইটি অফ ইন্ডিয়ার আজীবন সদস্য পদ গ্রহণ করেন । 2002-2014 সময়কালে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি) পরিচালিত একটি সমীক্ষায় দেশে ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রকাশনার জগতে অন্যতম গুরুত্বপূর্ণ অবদানকারী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন অধ্যাপক অমিত পাত্র ৷