Joy Banerjee : ভগবান রুষ্ট হয়েছেন তাই এত প্রাকৃতিক বিপর্যয়, দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের - BJP
🎬 Watch Now: Feature Video
বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভগবান রুষ্ট হয়েছেন বলেই অক্টোবর মাসে এই প্রাকৃতিক বিপর্যয় । তাঁর অনুরোধ, সকলে যেন প্রতিসন্ধ্যায় তিনবার অন্তত শাঁখ বাজান, উলুধ্বনি দেন । বাড়িতে কাঁসর ঘণ্টা থাকলে, সেটাও বাজাতে বলেন তিনি । তিনি দাবি করেন, তিনি যখন অভিনয় করতেন, তখন উত্তরবঙ্গের লাভা, লোলেগাঁও, দার্জিলিং, কালিম্পং তাঁর খুব প্রিয় ছিল । বছরের জুলাই-অগস্ট মাসেই এখানে ধস হত । তিনি কখনও দেখেননি অক্টোবর মাসে এরকম প্রাকৃতিক দুর্যোগ । তাই তিনি সমস্ত বাঙালির কাছে অনুরোধ করেন, প্রতিদিন বাঙালি উপাচার নিয়ম করে পালন করতে । অন্যথায় ভগবান রুষ্ট হচ্ছেন । আর তাই এভাবে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷