"মমতার অনুপ্রেরণায় নিখোঁজ রাজীব কুমার" - rajeev kumar
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিখোঁজ রয়েছেন IPS রাজীব কুমার । আজ শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন BJP-র যুবমোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার । তিনি বলেন, "প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে গিয়ে CBI বা ED তাঁকে যদি ধরতে পারে, তাহলে প্রয়োজনে রাজীব কুমারের বাড়ি বা কালীঘাটের বাড়ির ছাদের টালি টপকানো তাদের পক্ষে কোনও ব্যাপার নয় ৷ রাজীব কুমার IPS অফিসার । তাহলে তিনি পালাচ্ছেন কেন? কারও অনুপ্রেরণা না পেলে এসব করা তাঁর পক্ষে সম্ভব নয় ৷" দেবজিৎবাবুর প্রশ্ন, "তিনি (রাজীব কুমার) না কি নিখোঁজ ৷ তাহলে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বা কলকাতা পুলিশ কেনও নিখোঁজ ডায়েরি করছেন না ?