দাড়িভিট কাণ্ডের বর্ষপূর্তিতে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে BJP
🎬 Watch Now: Feature Video
আগামী 20 সেপ্টেম্বর দাড়িভিট ছাত্রমৃত্যু ঘটনার একবছর পূর্তি । দিনটিকে সামনে রেখে প্রতিবাদ সভা সহ একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে উত্তর দিনাজপুর জেলা BJP । 15 সেপ্টেম্বর ইসলামপুর থেকে দাড়িভিট পর্যন্ত 13 কিলোমিটার ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । মৃত দুই ছাত্র রাজেশ ও তাপসকে নিয়ে 19 সেপ্টেম্বর রয়েছে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা । শেষ দিনে হবে প্রতিবাদ সমাবেশ । উপস্থিত থাকবেন দেবশ্রী চৌধুরি সহ দলের একাধিক কেন্দ্রীয় ও রাজ্যের নেতা । এই মর্মে আজ দাড়িভিটে BJP-র দলীয় একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় । জানালেন জেলা BJP-র সাধারণ সম্পাদক সুরজিৎ সেন । দেখুন ভিডিয়ো...