বহিরাগত ইশুতে তৃণমূলকে আক্রমণ বিমানের - রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু
🎬 Watch Now: Feature Video
আজ দুপুরে বারাসতের নবপল্লিতে দলের ন্যায্যমূল্যের সবজি বাজারের সমাপ্তি অনুষ্ঠানে আসেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । এরপর মঞ্চে দাঁড়িয়ে বহিরাগত প্রশ্নে তৃণমূল নেত্রী ও তাঁর দলের নেতাদের আক্রমণ করেন তিনি । বলেন, "আমি বিমান বসু যদি পঞ্জাবে যাই, তাহলে সেখানে কি আমি বহিরাগত হয়ে গেলাম ? আবার পঞ্জাব থেকে কেউ এই রাজ্যে এলে, তিনি কীভাবে বহিরাগত হয়ে যান ? আসলে এইসব কথা বলে মানুষের মধ্যে বিভাজন ও বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে । চেষ্টা চলছে এক ভয়ংকর পরিবেশ সৃষ্টি করার । এটা কখনই কাম্য নয় । আমাদের পরিচয় আমরা ভারতীয় ।"