শীতকালে পরিযায়ী পাখির সংখ্য়া বাড়তে থাকে ৷ যা পাখিদের জন্য একটা প্রাকৃতিক জগৎ ৷ ভারতের মতো দেশে শীতকালে বিভিন্ন প্রজাতির সুন্দর পাখি দেখা যায় । তারা প্রতি বছর ভারতে আসে খাদ্য, প্রজনন ও বাসা বাঁধার খোঁজে । বন্যপ্রাণী ফটোগ্রাফারদের জন্যও এই মরশুম বেশ ভালো । এই সময়ে ভালো ফটোশ্যুট করতে পারেন ৷
তবে উত্তর ভারতের কিছু বিখ্যাত স্থান যা সুন্দর পরিযায়ী পাখি (ভারতে সিজনাল বার্ডস মাইগ্রেশন স্পট) দেখার একটি দুর্দান্ত সুযোগ পাবেন । এখানে পর্যটকদের ব্যাপক ভিড় জমে । জেনে নিন, এই মরশুমে উত্তর ভারতে কোন কোন জায়গায় যেতে পারেন ?
হরিয়ানা, সুলতানপুর জাতীয় উদ্যান: হরিয়ানার সুলতানপুর গ্রামে অবস্থিত সুলতানপুর জাতীয় উদ্যান পরিযায়ী পাখিদের বেশ পছন্দের একটি জায়গা । প্রতি শীতে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে । এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত । শীতকালে এখানে শেলড্রেক, ক্রেস্টেড বারবেট, রবিনের মতো পাখি দেখতে পেতে পারেন । আপনি যদি পাখি ও প্রকৃতিক পরিবেশ ভালোলাগে এই জায়গাটি আপনার জন্য সেরা হবে ৷
রাজস্থানের ভরতপুর পাখির অভয়ারণ্য: রাজস্থানের ভরতপুর জেলায় অবস্থিত পাখির অভয়ারণ্যটি খুবই সুন্দর । এটি কেওলাদেও জাতীয় উদ্যান নামেও পরিচিত । এখানকার রঙিন পাখির কিচিরমিচির আপনার পছন্দের জায়গা হতে পারে । শীত শুরু হলেই এখানে আসতে শুরু করে পরিযায়ী পাখিরা । শীতের মরশুমে রাজস্থানের আবহাওয়া বেশ মনোরম ৷ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন ।
উত্তর প্রদেশের দুধওয়া জাতীয় উদ্যান: উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় অবস্থিত দুধওয়া ন্যাশনাল পার্ক নেপাল সীমান্ত সংলগ্ন । প্রতি বছর এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায় । সরু, সারস এবং হাঁসের মতো অনেক প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায় । এই মরশুমে পাখির ডাকের শব্দ ও মনোরম আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে ৷