যশ আছড়ে পড়ার আগেই সুন্দরবনে নদী বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল - পাথরপ্রতিমা
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় যশের আগেই নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি দক্ষিণ 24 পরগনার জেলাজুড়ে ৷ ইতিমধ্যেই সমুদ্রের জল স্তর বৃদ্ধি পেয়েছে । দক্ষিণ 24 পরগনা একাধিক নদীর বাঁধ উপছে গ্রামের মধ্যে ঢুকে পড়ছে নদীর নোনা জল । সুন্দরবনের একাধিক নদী ফুঁসছে । সুন্দরবনের দুর্গম এলাকার বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে ফ্লাড সেন্টারগুলিতে সরানো হয়েছে । দক্ষিণ 24 পরগনার জুড়ে প্রায় দু’লক্ষ মানুষকে সুরক্ষিত স্থানে সরানো হয়েছে । সাগর, নামখানা, পাথরপ্রতিমা , গোসাবা, ক্যানিংয়ে ইতিমধ্যে নদীর বাঁধ উপছে নোনাজল গ্রামে প্রবেশ করছে । বিঘের পর চাষ যোগ্য জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের । ঘূর্ণিঝড় যশের আসার আগেই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে ৷ সঙ্গে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে । সমুদ্র ও নদী ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবনের মাটির বাঁধ গুলি । সুন্দরবনের মাটির বাঁধগুলি প্রশাসনের তরফ থেকে কালো প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলা হয়েছে । এর ফলে কিছুটা হলেও রক্ষা করা যাবে গ্রামবাসীদের ।