"সাহস থাকলে আসুন ময়দানে" দিলীপকে চ্যালেঞ্জ অতীনের - 21 july
🎬 Watch Now: Feature Video
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই রকম অরবাচীন মন্তব্য এর আগে কেউ করেননি । শহিদ স্মরণে সবাই তর্পন করতে যাচ্ছেন । আর উনি বলছেন সবাইকে আটাবেন । এত বড় সাহস উনি পায় কোথা থেকে । রাজনৈতিক শিক্ষা, বুদ্ধি, রুচি থাকলে এই ধরনের মন্তব্য উনি করতেন না । তর্পনএটাই আমাদের শহিদ তর্পন । সাহস থাকলে আসুন ময়দানে । মোকাবিলা করুন । আজ তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে যাওয়ার সময় একথা বলেন মেয়র পারিষদ অতীন ঘোষ । প্রসঙ্গত, গতকাল দিলীপ ঘোষ বলেছিলেন "শহিদ চুরি করছে, এরপর বন্ধ হবে 21 জুলাই ।"