অক্সিজেন কেন্দ্র থাকলেও সবসময় পরিষেবা মেলে না, অভিযোগ বোলপুরের বাসিন্দাদের - বোলপুর পৌরসভা থেকে মেলে না অক্সিজেন পরিষেবা
🎬 Watch Now: Feature Video
শহর থেকে হাসপাতালের দূরত্ব অনেকটাই ৷ তাই মুমূর্ষ রোগীদের কথা ভেবে বোলপুর পৌরসভায় চালু হয়েছিল দিবারাত্রি অক্সিজেন পরিষেবা কেন্দ্র ৷ যদিও স্থানীয়দের অভিযোগ, এই কেন্দ্রে সবসময় মেলে না অক্সিজেন ৷ রাতের দিকে প্রায়ই বন্ধ থাকে এই গুরুত্বপূর্ণ পরিষেবা কেন্দ্র ৷ ইটিভি ভারতের @জনতায় স্থানীয় বাসিন্দাদের সেই অভিযোগ শুনলেন আমাদের প্রতিনিধি অভিষেক দত্ত রায় ৷