গঙ্গাসাগর মেলা শেষ, প্রাঙ্গণ পরিষ্কারে হাত লাগালেন মন্ত্রী ও জেলাশাসক
🎬 Watch Now: Feature Video
সরকারিভাবে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার কথা ঘোষণা করেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন । এবারের মেলায় প্রায় 20 লাখ পুণ্যার্থী এসেছিলেন । দেশের বিভিন্ন প্রান্ত থেকে 2 লাখের বেশি ই-স্নানের অর্ডার ছিল । 75টি কাউন্টারের মাধ্যমে পঁচাত্তর হাজার তীর্থযাত্রীকে বিনামূল্যে গঙ্গাজল তুলে দেওয়া হয়েছে । 73 লাখ মানুষ ই-দর্শনে অংশ নিয়েছেন । 1 লাখের বেশি পুণ্যার্থীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে । এছাড়া 15 লাখের বেশি ফেস মাক্স বিলি করা হয়েছে । এবারের মেলা শেষের দিন সমুদ্রের তট পরিষ্কারে হাত লাগাতে দেখা যায় জেলাশাসক পি উলগানাথন সহ জেলা প্রশাসনের কর্তাদের । পরে রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মন্টুরাম পাখিরা সহ বিধায়ক বঙ্কিম হাজরাও আবর্জনা পরিষ্কারে হাত লাগান । সরকারিভাবে মেলা শেষ হলেও ভাঙা মেলা চলবে আরও দু’সপ্তাহ ।