নয়াদিল্লি, 18 ডিসেম্বর: আম্বেদকর বিতর্কে পাল্টা সুর চড়াল বিজেপি ৷ বিরোধীদের তরফে দাবি, সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমান করেছেন। এরপর পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ করলেন শাহ ৷ তাঁর দাবি, রাজ্যসভায় বিআর আম্বেদকর সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা বিকৃত করা হয়েছে।
দিল্লিতে বিজেপির সদর দফতরে বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ । তাঁর অভিযোগ, কংগ্রেস অতীতেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে ৷ মানুষকে বিভ্রান্ত করার জন্য তাঁর, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকেও ভুলভাবে উপস্থাপন করেছে কংগ্রেস। এদিন শাহ বলেন, "তথ্যকে বিকৃত করার জন্য আমি কংগ্রেসের নিন্দা করছি। আসলে, বিজেপি এবং এনডিএ পরিচালিত সরকার সংবিধানের গরিমা রক্ষা করে চলেছে । সে কথাই হচ্ছিল সংসদে। কংগ্রেস যে আম্বেদকর, সংবিধান এবং সংরক্ষণ বিরোধী তা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ৷"
বিজেপির এই প্রাক্তন সভাপতি আরও জানান, কংগ্রেস বীর সাভারকারকেও অপমান করেছে ৷ জরুরি অবস্থা জারি করে সংবিধানে নিহিত মূল্যবোধগুলিকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। অমিত শাহের কথায়, "যখন এই সমস্ত তথ্য বেরিয়ে আসে, কংগ্রেস তার পুরানো কৌশল ব্যবহার করে ৷ বিকৃত তথ্য উপস্থাপন করে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করে ৷" শাহের মতে, তিনি এমন একটি দল থেকে এসেছেন যারা কখনই আম্বেদকরকে অপমান করতে পারে না।
অন্যদিকে, অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ ঘটনাচক্রে তিনিই এখন রাজ্য়সভায় কংগ্রেসের দলনেতা। এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষের সুরে শাহ জানান, কংগ্রেস সভাপতি খুশি হলে তিনি পদত্যাগ করতে পারেন ৷ তবে এই পদক্ষেপ তাঁর সমস্যার সমাধান করবে না। তাঁকে (কংগ্রেস সভাপতি) বিরোধী দলের চেয়ারেই আরও 15 বছর থাকতে হবে ৷ অন্য একটি প্রসঙ্গে শাহ বলেন, রাহুল গান্ধির চাপেই খাড়গে আম্বেদকর সম্পর্কে তাঁর মতামতকে বিকৃত করেছেন, অপপ্রচারের অংশ হয়েছেন।