ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! প্রেমিকের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ তরুণীর - FAKE MARRIAGE PROMISE

তরুণীর অভিযোগ, ওই তরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন ৷ পরবর্তীতে তিনি বিয়ের কথা তুলতেই তরুণ তাঁর ফোন ধরা কমিয়ে দেন ৷

fake marriage promise
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2024, 7:58 PM IST

মালদা, 18 ডিসেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস ও স্কুলের অস্থায়ী কর্মী দাবি করে টেট উত্তীর্ণাকে প্রেমে প্রতারণার অভিযোগ ৷ প্রেমিকের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমানের এক তরুণী ৷

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে প্রতিদিন প্রতারিত হচ্ছেন অসংখ্য মানুষ ৷ সেসব খবর নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশিতও হচ্ছে ৷ কিন্তু এসব ঘটনা থেকে মানুষ শিক্ষা নিচ্ছে কি? পূর্ব বর্ধমানের এক তরুণীর ঘটনায় জনমানসে সেই প্রশ্ন তুলে দিয়েছে ৷

ওই তরুণীর অভিযোগ, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে বন্ধুত্বের সুযোগে তাঁকে প্রেমের জালে ফাঁসায় মালদার এক তরুণ ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাসও করেন তিনি ৷ কিন্তু তারপর বিয়ে করার কথা বললেই তাঁকে এড়িয়ে যেতে থাকে ৷ শেষ পর্যন্ত বুধবার পূর্ব বর্ধমান থেকে মালদায় এসে রতুয়া থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী ৷ সেই খবর পেয়েই এলাকা থেকে পলাতক অভিযুক্ত তরুণ ৷ ঘটনার জেরে হইচই পড়েছে রতুয়া জুড়ে ৷

অভিযুক্ত তরুণের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ প্রতারিত তরুণীর দাবি, বছর দুয়েক আগে ওই তরুণের সঙ্গে তাঁর প্রথম পরিচয় ফেসবুকে ৷ ওই তরুণ একটি হাইস্কুলের অস্থায়ী কর্মী হিসাবে নিজের পরিচয় দেন ৷ পরবর্তীতে হোয়াটসঅ্যাপেও তাঁদের পরিচয় ঘটে ৷ ধীরে ধীরে আলাপ, তারপর তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ৷

তরুণীর অভিযোগ, ওই তরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন ৷ পরবর্তীতে তিনি বিয়ের কথা তুলতেই তরুণ তাঁর ফোন ধরা কমিয়ে দেন ৷ একসময় তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ৷ নিজের সোশাল সাইটেও তাঁকে ব্লক করে দেন তরুণ ৷ অবশেষে বিচারের আর্জি নিয়ে তরুণী রতুয়া থানার দ্বারস্থ হয়েছেন ৷

এ দিন তরুণী বলেন, "আমি 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থী ৷ আগেই ফেসবুকে ছেলেটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল ৷ টেট নিয়ে হাইকোর্টে মামলা সংক্রান্ত বিষয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি ছেলেটিকে দেখি ৷ সে আমাকে জানায়, সেও টেট উত্তীর্ণ ৷ সে যে আমাকে মিথ্যে কথা বলছে, আমি বুঝতে পারিনি ৷ প্রেমে পড়ার পর ও আমাকে নিয়ে বিভিন্ন হোটেলে যায় ৷ আমার সঙ্গে সহবাস করে ৷"

তরুণীর কথায়, "সে আমাকে বলেছিল, কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ে করবে ৷ মাস দুয়েক আগে আমি জানতে পারি ও বিবাহিত ৷ দুটো ছেলেও রয়েছে ৷ আমি এনিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতেই সে আমাকে এড়িয়ে যেতে শুরু করে ৷ আমার ফোন ধরা বন্ধ করে দেয় ৷ ফেসবুক আর হোয়াটসঅ্যাপেও আমাকে ব্লক করে দেয় ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও আমার সঙ্গে প্রতারণা করেছে ৷ বাধ্য হয়ে আজ রতুয়া থানায় ওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ ওর কঠোর শাস্তি দাবি করছি ৷"

রতুয়া থানার এক অফিসার জানিয়েছেন, অভিযোগ দায়ের হওয়ার পরেই ওই তরুণের খোঁজে গ্রামে তল্লাশি চালানো হয়েছে ৷ কিন্তু আজই সে এলাকা ছেড়ে পালিয়েছে ৷ তার খোঁজে সব থানাকে সতর্ক করা হয়েছে ৷ দ্রুত তাকে গ্রেফতার করা হবে ৷

মালদা, 18 ডিসেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস ও স্কুলের অস্থায়ী কর্মী দাবি করে টেট উত্তীর্ণাকে প্রেমে প্রতারণার অভিযোগ ৷ প্রেমিকের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমানের এক তরুণী ৷

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে প্রতিদিন প্রতারিত হচ্ছেন অসংখ্য মানুষ ৷ সেসব খবর নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশিতও হচ্ছে ৷ কিন্তু এসব ঘটনা থেকে মানুষ শিক্ষা নিচ্ছে কি? পূর্ব বর্ধমানের এক তরুণীর ঘটনায় জনমানসে সেই প্রশ্ন তুলে দিয়েছে ৷

ওই তরুণীর অভিযোগ, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে বন্ধুত্বের সুযোগে তাঁকে প্রেমের জালে ফাঁসায় মালদার এক তরুণ ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাসও করেন তিনি ৷ কিন্তু তারপর বিয়ে করার কথা বললেই তাঁকে এড়িয়ে যেতে থাকে ৷ শেষ পর্যন্ত বুধবার পূর্ব বর্ধমান থেকে মালদায় এসে রতুয়া থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী ৷ সেই খবর পেয়েই এলাকা থেকে পলাতক অভিযুক্ত তরুণ ৷ ঘটনার জেরে হইচই পড়েছে রতুয়া জুড়ে ৷

অভিযুক্ত তরুণের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ প্রতারিত তরুণীর দাবি, বছর দুয়েক আগে ওই তরুণের সঙ্গে তাঁর প্রথম পরিচয় ফেসবুকে ৷ ওই তরুণ একটি হাইস্কুলের অস্থায়ী কর্মী হিসাবে নিজের পরিচয় দেন ৷ পরবর্তীতে হোয়াটসঅ্যাপেও তাঁদের পরিচয় ঘটে ৷ ধীরে ধীরে আলাপ, তারপর তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ৷

তরুণীর অভিযোগ, ওই তরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন ৷ পরবর্তীতে তিনি বিয়ের কথা তুলতেই তরুণ তাঁর ফোন ধরা কমিয়ে দেন ৷ একসময় তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ৷ নিজের সোশাল সাইটেও তাঁকে ব্লক করে দেন তরুণ ৷ অবশেষে বিচারের আর্জি নিয়ে তরুণী রতুয়া থানার দ্বারস্থ হয়েছেন ৷

এ দিন তরুণী বলেন, "আমি 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থী ৷ আগেই ফেসবুকে ছেলেটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল ৷ টেট নিয়ে হাইকোর্টে মামলা সংক্রান্ত বিষয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি ছেলেটিকে দেখি ৷ সে আমাকে জানায়, সেও টেট উত্তীর্ণ ৷ সে যে আমাকে মিথ্যে কথা বলছে, আমি বুঝতে পারিনি ৷ প্রেমে পড়ার পর ও আমাকে নিয়ে বিভিন্ন হোটেলে যায় ৷ আমার সঙ্গে সহবাস করে ৷"

তরুণীর কথায়, "সে আমাকে বলেছিল, কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ে করবে ৷ মাস দুয়েক আগে আমি জানতে পারি ও বিবাহিত ৷ দুটো ছেলেও রয়েছে ৷ আমি এনিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতেই সে আমাকে এড়িয়ে যেতে শুরু করে ৷ আমার ফোন ধরা বন্ধ করে দেয় ৷ ফেসবুক আর হোয়াটসঅ্যাপেও আমাকে ব্লক করে দেয় ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও আমার সঙ্গে প্রতারণা করেছে ৷ বাধ্য হয়ে আজ রতুয়া থানায় ওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ ওর কঠোর শাস্তি দাবি করছি ৷"

রতুয়া থানার এক অফিসার জানিয়েছেন, অভিযোগ দায়ের হওয়ার পরেই ওই তরুণের খোঁজে গ্রামে তল্লাশি চালানো হয়েছে ৷ কিন্তু আজই সে এলাকা ছেড়ে পালিয়েছে ৷ তার খোঁজে সব থানাকে সতর্ক করা হয়েছে ৷ দ্রুত তাকে গ্রেফতার করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.