Administration prepared For Disaster At Digha: দিঘায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন

🎬 Watch Now: Feature Video

thumbnail
শনিবারের মতো আজও সমুদ্র সৈকত দিঘা-মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর উপকূলবর্তী এলাকায় ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। যদিও ঘূর্ণিঝড় 'জাওয়াদের' প্রভাব পড়তে পারে বলে হওয়া অফিস যে বার্তা দিয়েছে, তাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ছাড়া আর কিছুই হবে না বলেই জানা গিয়েছে। তবুও জেলা প্রশাসন(Administration prepared For Disaster At Digha) এবং জেলা পুলিশ কোনওভাবেই কাজে ফাঁক রাখতে রাজি নয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজি গত তিনদিন ধরে দিঘায় উপস্থিত থেকেই সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করছেন। ইতিমধ্যেই দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ-সহ বেশ কিছু ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সমুদ্র থেকে অপেক্ষাকৃত নিচু জায়গায় বসবাসকারী প্রায় হাজারেরও বেশি মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হলদিয়া থেকে নন্দীগ্রাম কেন্দমারি ফেরি সার্ভিস সচল ছিল সকাল থেকেই ৷ কিন্তু আবহাওয়া খারাপ হতেই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস পরিষেবা। পূর্ব মেদিনীপুর জেলার নয়াচর থানার ওসি অরিজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। অরিজিৎবাবু বলেন, "প্রশাসনিক নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হয়েছে ফেরি সার্ভিস পরিষেবা।"
Last Updated : Dec 5, 2021, 9:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.