এন্টালির মাঠে আড্ডা, পুলিশের ড্রোন দেখেই চম্পট যুবকদের
🎬 Watch Now: Feature Video
লকডাউনে কোনও স্থানে জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে ৷ তারপরও বহু জায়গায় জমায়েত হচ্ছে বলে অভিযোগ আসে পুলিশের কাছে ৷ নজরদারিতে সুবিধার জন্য বর্তমানে রাজ্য পুলিশ ব্যবহার করছে ড্রোন ৷ সেই ড্রোনেই ধরা পড়ল এন্টালির চিত্র, যেখানে মাঠে চলছিল আড্ডা ৷ পুলিশের ড্রোন দেখেই পাঁচিল টপকে পালায় একদল কিশোর ও যুবক ৷ দেখুন ভিডিয়ো...