ETV Bharat / state

কুন্তল-শান্তনুর পর এবার জামিন অয়নের, তবে এখনই জেলমুক্তি হচ্ছে না

শিক্ষক ও পুরসভার নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের মামলায় জামিন পেয়েছেন সল্টলেকের ব্যবসায়ী অয়ন শীল ৷ 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি ৷

RECRUITMENT CORRUPTION CASE
নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন অয়ন শীলের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

কলকাতা, 2 ডিসেম্বর: নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এবার জামিন পেলেন অয়ন শীল ৷ শিক্ষক নিয়োগ ও পুরসভার বেআইনি নিয়োগে আর্থিক লেনদেনের মামলায় অয়ন শীলের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ৷ 2023 সালের 22 মার্চ অয়ন শীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

সোমবার অয়ন শীলের জামিন মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ একাধিক শর্ত আরোপ করেছেন ৷ অয়ন শীলকে ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত ৷ তবে পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে ৷ মোবাইল ফোনের নম্বর বদল করতে পারবেন না তিনি ৷ এমনকি অয়নের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা যে আদালতে চলছে, তার আওতাধীন এলাকার বাইরেও তিনি যেতে পারবেন না ৷ নিয়মিত আদালতে তাঁকে হাজিরা দিতে হবে ৷ এর পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতে তদন্তে প্রতি ক্ষেত্রে ইডিকে সহযোগিতা করতে বলা হয়েছে অয়নকে ৷

তবে, এখনই জেলমুক্তি হচ্ছে না অয়ন শীলের ৷ নিয়োগ দুর্নীতিতে ওএমআর জালিয়াতির অভিযোগে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি তিনি ৷ উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা পুরসভার নিয়োগ দুর্নীতির তথ্যও হাতে পায় ৷ এরপর আদালতের নির্দেশে সেই তদন্তে নেমে অয়ন শীলের অফিস থেকে পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর শিট উদ্ধার করেছিলেন তদন্তকারীরা ৷

পরবর্তী সময়ে তদন্তে নেমে সিবিআই জানতে পারে, শিক্ষা ও পুরসভার নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের সংস্থাকে বেআইনিভাবে ওএমআর শিট তৈরির বরাত দেওয়া হত ৷ এমনকি পরীক্ষার ব্যবস্থাও করত অয়ন শীলের সংস্থা ৷ আর তাঁর মাধ্যমেই আর্থিক লেনদেন চলত ৷ পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের তালিকায় অয়ন শীলের নাম প্রথম সারিতে ছিল ৷

উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতিতে ইডি মামলা থেকে অয়ন শীলের আগে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন ৷ অন্যদিকে, নিয়োগে সিবিআইয়ের মামলাতেও সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কুন্তল ৷

কলকাতা, 2 ডিসেম্বর: নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এবার জামিন পেলেন অয়ন শীল ৷ শিক্ষক নিয়োগ ও পুরসভার বেআইনি নিয়োগে আর্থিক লেনদেনের মামলায় অয়ন শীলের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ৷ 2023 সালের 22 মার্চ অয়ন শীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

সোমবার অয়ন শীলের জামিন মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ একাধিক শর্ত আরোপ করেছেন ৷ অয়ন শীলকে ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত ৷ তবে পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে ৷ মোবাইল ফোনের নম্বর বদল করতে পারবেন না তিনি ৷ এমনকি অয়নের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা যে আদালতে চলছে, তার আওতাধীন এলাকার বাইরেও তিনি যেতে পারবেন না ৷ নিয়মিত আদালতে তাঁকে হাজিরা দিতে হবে ৷ এর পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতে তদন্তে প্রতি ক্ষেত্রে ইডিকে সহযোগিতা করতে বলা হয়েছে অয়নকে ৷

তবে, এখনই জেলমুক্তি হচ্ছে না অয়ন শীলের ৷ নিয়োগ দুর্নীতিতে ওএমআর জালিয়াতির অভিযোগে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি তিনি ৷ উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা পুরসভার নিয়োগ দুর্নীতির তথ্যও হাতে পায় ৷ এরপর আদালতের নির্দেশে সেই তদন্তে নেমে অয়ন শীলের অফিস থেকে পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর শিট উদ্ধার করেছিলেন তদন্তকারীরা ৷

পরবর্তী সময়ে তদন্তে নেমে সিবিআই জানতে পারে, শিক্ষা ও পুরসভার নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের সংস্থাকে বেআইনিভাবে ওএমআর শিট তৈরির বরাত দেওয়া হত ৷ এমনকি পরীক্ষার ব্যবস্থাও করত অয়ন শীলের সংস্থা ৷ আর তাঁর মাধ্যমেই আর্থিক লেনদেন চলত ৷ পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের তালিকায় অয়ন শীলের নাম প্রথম সারিতে ছিল ৷

উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতিতে ইডি মামলা থেকে অয়ন শীলের আগে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন ৷ অন্যদিকে, নিয়োগে সিবিআইয়ের মামলাতেও সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কুন্তল ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.