ETV Bharat / bharat

চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন, পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইপিএস আধিকারীকের - KARNATAKA IPS OFFICER KILLED

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রবেশনরি আইপিএস আধিকারীকের মৃত্যু ৷ কর্ণাটকের হাসানের ঘটনা ৷

KARNATAKA IPS OFFICER KILLED
পথ দুর্ঘটনায় মৃত্যু আইপিএস আধিকারীকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 1:48 PM IST

হাসান (কর্ণাটক), 2 ডিসেম্বর: বহু অধ্যাবশয়ের পর সফলতা পেয়েছিলেন ৷ কিন্তু, চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল ! ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবেশনরি আইপিএস আধিকারীকের ৷ নাম হর্ষ বর্ধন ৷ রবিবার কর্ণাকের হাসানে ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, সোমবার হাসানের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (DySP) হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল তাঁর ৷ দায়িত্ব বুঝে নেওয়ার জন্য রবিবার মহীশূরের বোরালিঙ্গাইয়াতে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (IG)-এর সঙ্গে দেখা করতে যান তিনি ৷ হাসানে ফেরার সময় ঘটে বিপত্তি ৷

KARNATAKA IPS OFFICER KILLED
দুর্ঘটনায় দুমড়ে গিয়েছে গাড়ি (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, নিয়ম অনুযায়ী সরকারি গাড়িতেই ফিরছিলেন হর্ষ বর্ধন ৷ রাস্তার উপর বিকট আওয়াজে ফেটে যায় চাকার টায়ার ৷ সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি ৷ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগে হর্ষ বর্ধনের ৷ গুরুতর আহত হন গাড়ির চালক মানজে গৌড়া ৷ এরপর স্থানীয়রা গাড়ির চালক ও আইপিএস-কে উদ্ধার করে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা সদ্য আইপিএস হওয়া হর্ষ বর্ধনকে মৃত বলে ঘোষণা করেন ৷

KARNATAKA IPS OFFICER KILLED
দুর্ঘটনায় উল্টে যায় গাড়ি (ইটিভি ভারত)

মধ্য়প্রদেশের বাসিন্দা হর্ষ বর্ধন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে ইউপিএসসি-এর জন্য পড়াশোনা শুরু করেন ৷ পরীক্ষায় 153তম ব়্যাঙ্ক করেন তিনি ৷ প্রথম প্রচেষ্টাতেই সিভিল সার্ভিস পরীক্ষাতে উত্তীর্ণ হন হর্ষ বর্ধন ৷ এরপর 2022-23 সালে কর্ণাটকের আইপিএস হন তিনি ৷

ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তাঁর মৃত্যুতে শোকাহত কর্ণাটক পুলিশের শীর্ষ আধিকারীকরা ৷ হর্ষ বর্ধনকে শ্রদ্ধা জানাতে রবিবার হাসপাতালে পৌঁছন হাসানের পুলিশ সুপার মহম্মদ সুজিতা, অতিরিক্ত পুলিশ সুপার ভেঙ্কটেশ নাইডু এবং বোরালিঙ্গাইয়ার আইজি ৷

পড়ুন: নেই খাবার, পর্যাপ্ত জল ! কুয়েত বিমানবন্দরে চরম দুর্ভোগের শিকার 60 ভারতীয়

হাসান (কর্ণাটক), 2 ডিসেম্বর: বহু অধ্যাবশয়ের পর সফলতা পেয়েছিলেন ৷ কিন্তু, চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল ! ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবেশনরি আইপিএস আধিকারীকের ৷ নাম হর্ষ বর্ধন ৷ রবিবার কর্ণাকের হাসানে ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, সোমবার হাসানের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (DySP) হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল তাঁর ৷ দায়িত্ব বুঝে নেওয়ার জন্য রবিবার মহীশূরের বোরালিঙ্গাইয়াতে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (IG)-এর সঙ্গে দেখা করতে যান তিনি ৷ হাসানে ফেরার সময় ঘটে বিপত্তি ৷

KARNATAKA IPS OFFICER KILLED
দুর্ঘটনায় দুমড়ে গিয়েছে গাড়ি (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, নিয়ম অনুযায়ী সরকারি গাড়িতেই ফিরছিলেন হর্ষ বর্ধন ৷ রাস্তার উপর বিকট আওয়াজে ফেটে যায় চাকার টায়ার ৷ সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি ৷ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগে হর্ষ বর্ধনের ৷ গুরুতর আহত হন গাড়ির চালক মানজে গৌড়া ৷ এরপর স্থানীয়রা গাড়ির চালক ও আইপিএস-কে উদ্ধার করে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা সদ্য আইপিএস হওয়া হর্ষ বর্ধনকে মৃত বলে ঘোষণা করেন ৷

KARNATAKA IPS OFFICER KILLED
দুর্ঘটনায় উল্টে যায় গাড়ি (ইটিভি ভারত)

মধ্য়প্রদেশের বাসিন্দা হর্ষ বর্ধন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে ইউপিএসসি-এর জন্য পড়াশোনা শুরু করেন ৷ পরীক্ষায় 153তম ব়্যাঙ্ক করেন তিনি ৷ প্রথম প্রচেষ্টাতেই সিভিল সার্ভিস পরীক্ষাতে উত্তীর্ণ হন হর্ষ বর্ধন ৷ এরপর 2022-23 সালে কর্ণাটকের আইপিএস হন তিনি ৷

ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তাঁর মৃত্যুতে শোকাহত কর্ণাটক পুলিশের শীর্ষ আধিকারীকরা ৷ হর্ষ বর্ধনকে শ্রদ্ধা জানাতে রবিবার হাসপাতালে পৌঁছন হাসানের পুলিশ সুপার মহম্মদ সুজিতা, অতিরিক্ত পুলিশ সুপার ভেঙ্কটেশ নাইডু এবং বোরালিঙ্গাইয়ার আইজি ৷

পড়ুন: নেই খাবার, পর্যাপ্ত জল ! কুয়েত বিমানবন্দরে চরম দুর্ভোগের শিকার 60 ভারতীয়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.