Puja Parikrama : 82তম বর্ষে ঐতিহ্যময় আহিরীটোলা সর্বজনীনের থিম 'সংকল্প' - আহিরীটোলা
🎬 Watch Now: Feature Video
পুরানো আর নতুনের মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে ৷ আগামী দিন যেন শুভ হয়, সেই আকাঙ্খা নিয়েই এবার 82তম বর্ষের আহিরীটোলা সর্বজনীনের পুজোর থিম 'সংকল্প' ৷ আহিরীটোলা মানেই সাবেকিয়ানা, ঐতিহ্য । এখানে দেবী দুর্গা চার-পাঁচশো বছর আগের কাল্পনিক মূর্তি ৷ যেন আহমেদাবাদের প্রাচীন অঞ্চলে বিরাজমান ।