ETV Bharat / state

'মমতার জিহাদি যোগ' মন্তব্যে পুলিশের তলবে আজ কি হাজিরা দেবেন অর্জুন সিং - POLICE SUMMON ARJUN SINGH

রাজ্যের বাইরে রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷ তাঁর বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের ভাটপাড়া পুরসভার কাউন্সিলরের ৷

POLICE SUMMON ARJUN SINGH
জগদ্দল থানার তলবে আজ হাজিরা না-দেওয়ার সম্ভাবনা অর্জুন সিংয়ের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 17 hours ago

ব‍্যারাকপুর, 27 ডিসেম্বর: জগদ্দল থানার তলবে শুক্রবার হাজিরা না-ও দিতে পারেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ সূত্রের খবর, তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'জিহাদি যোগ' নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে জগদ্দল থানার পুলিশ এফআইআর দায়ের করে এবং প্রাক্তন সাংসদকে হাজিরার নোটিশ পাঠায় ৷

উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এমনই রিপোর্ট দিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছিল ৷ তারপরেই বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করা হয় ৷ এ নিয়ে গত বুধবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ ৷

Police Summon Arjun Singh
অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর জগদ্দল থানায় ৷ (ইটিভি ভারত)

সেখানে অর্জুন দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিপক্ষকে সরাতে সবরকম পদক্ষেপ করতে পারেন ৷ আর তার জন্য তিনি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ যার পালটা অর্জুন সিংয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সম্মানহানি অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি ৷ বৃহস্পতিবার জগদ্দল থানায় নিজের কাউন্সিলর লেটার প্যাডে লিখিত অভিযোগ জানান তিনি ৷

সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অর্জুন সিংকে এ দিন হাজিরা দিতে নোটিশ পাঠায় ৷ কিন্তু, এই মুহূর্তে বিজেপির এই নেতা রাজ্যে নেই বলেই সূত্রে খবর ৷ ফলে তাঁর হাজিরা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ সেক্ষেত্রে বিজেপি নেতাকে ফের তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

Police Summon Arjun Singh
অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় দায়ের করা (ইটিভি ভারত)

অভিমুন্য তিওয়ারি বলেন, "অর্জুনের মন্তব্যে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি হয়েছে ৷ তাই ওনার নামে এই ধরনের মন্তব্য করায় আঘাত লেগেছে আমার ৷ কোনও তথ্যপ্রমাণ ছাড়াই অর্জুন সিং যা খুশি তাই বলে দিচ্ছেন ৷ এটা ঠিক নয় ৷ 2019 সালের পর জগদ্দল, ভাটপাড়ায় বহু গণ্ডগোল হয়েছিল ৷ এই ধরনের মন্তব্য করে আসলে উনি আবারও সেই পরিস্থিতি তৈরি করতে চাইছেন ৷ সেই কারণেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি ৷"

উল্লেখ্য, গত বুধবার অর্জুন সিং বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে সরাতে জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তিনি চাইছেন, 2026-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে যদি মেরে দিতে পারেন, তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোয়াবারো হয়ে যাবে ৷"

ব‍্যারাকপুর, 27 ডিসেম্বর: জগদ্দল থানার তলবে শুক্রবার হাজিরা না-ও দিতে পারেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ সূত্রের খবর, তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'জিহাদি যোগ' নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে জগদ্দল থানার পুলিশ এফআইআর দায়ের করে এবং প্রাক্তন সাংসদকে হাজিরার নোটিশ পাঠায় ৷

উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এমনই রিপোর্ট দিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছিল ৷ তারপরেই বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করা হয় ৷ এ নিয়ে গত বুধবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ ৷

Police Summon Arjun Singh
অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর জগদ্দল থানায় ৷ (ইটিভি ভারত)

সেখানে অর্জুন দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিপক্ষকে সরাতে সবরকম পদক্ষেপ করতে পারেন ৷ আর তার জন্য তিনি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ যার পালটা অর্জুন সিংয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সম্মানহানি অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি ৷ বৃহস্পতিবার জগদ্দল থানায় নিজের কাউন্সিলর লেটার প্যাডে লিখিত অভিযোগ জানান তিনি ৷

সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অর্জুন সিংকে এ দিন হাজিরা দিতে নোটিশ পাঠায় ৷ কিন্তু, এই মুহূর্তে বিজেপির এই নেতা রাজ্যে নেই বলেই সূত্রে খবর ৷ ফলে তাঁর হাজিরা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ সেক্ষেত্রে বিজেপি নেতাকে ফের তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

Police Summon Arjun Singh
অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় দায়ের করা (ইটিভি ভারত)

অভিমুন্য তিওয়ারি বলেন, "অর্জুনের মন্তব্যে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি হয়েছে ৷ তাই ওনার নামে এই ধরনের মন্তব্য করায় আঘাত লেগেছে আমার ৷ কোনও তথ্যপ্রমাণ ছাড়াই অর্জুন সিং যা খুশি তাই বলে দিচ্ছেন ৷ এটা ঠিক নয় ৷ 2019 সালের পর জগদ্দল, ভাটপাড়ায় বহু গণ্ডগোল হয়েছিল ৷ এই ধরনের মন্তব্য করে আসলে উনি আবারও সেই পরিস্থিতি তৈরি করতে চাইছেন ৷ সেই কারণেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি ৷"

উল্লেখ্য, গত বুধবার অর্জুন সিং বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে সরাতে জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তিনি চাইছেন, 2026-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে যদি মেরে দিতে পারেন, তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোয়াবারো হয়ে যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.