আশালতা কি পারবে যদুনাথকে বাঁচাতে ? - বাংলা ধারাবাহিক
🎬 Watch Now: Feature Video
কলকাতা : 'রাণী রাসমণি' একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা ধারাবাহিক । আপাতত ধারাবাহিকে দেখা যাচ্ছে, প্রজাদের রক্ষা করার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন রানি মা । এদিকে তাঁর নিজের পরিবারেও দেখা দিয়েছে বিভিন্ন রকমের কলহ । আশালতা চলে গেছেন বাড়ি ছেড়ে । নানারকম ঘটনা ঘটে চলেছে মহিন, ভূপাল ও দ্বারিকাদের জীবনেও । ধারাবাহিকের গল্প এরপর কোন দিকে মোড় নিতে পারে ? সেটা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গেছিল 'রাণী রাসমণি'-র শুটিং ফ্লোরে । দেখে নিন ভিডিয়ো ।