ETV Bharat / entertainment

যে কাজই করেছেন দাগ কেটে রাখার মতো, অরুণ রায়ের স্মৃতিচারণে আবেগী টলিপাড়া - ARUN ROY DEMISE

মাত্র 56 বছর বয়সে অরুণ রায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে ৷ তাঁর স্মৃতিচারণা করলেন ছবিতে কাজ করা অভিনেতারা ৷ সকলেই পরিচালকের কাজের প্রশংসায় পঞ্চমুখ ৷

Arun Roy passes away
অরুণ রায়ের মৃত্যুতে শোকে কাতর টলিউড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 2, 2025, 2:34 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: বছরের শুরুতেই নক্ষত্রপতন বিনোদন দুনিয়ায় ৷ বৃহস্পতিবার মাত্র 56 বছর বয়সে তারাদের দেশে পাড়ি দিয়েছেন 'বাঘাযতীন' খ্যাত পরিচালক অরুণ রায় ৷ তাঁর পরিচালনায় 'চোলাই', 'হীরালাল' থেকে 'এগারো' ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় ৷ অরুণ রায়ের মৃত্যুর খবরে তিনি শোকাহত ৷

পরিচালককে নিয়ে খরাজ মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "কমার্শিয়াল ছবি তো অনেকেই করেন ৷ কিন্তু মৌলিক বিষয়বস্তু নিয়ে ছবি কজন করেন ৷ হাতোগোনা কয়েকজন আছেন, সেই তালিকায় ছিলেন অরুণদাও ৷ এক-একটা ছবির বিষয়বস্তু এক একরকম হত এবং তাতে নতুনত্ব থাকত ৷ তিনি যথাযথ পরিচালক ছিলেন ৷ তাই অরুণ দা'র চলে যাওয়া সত্যিকারের অনেক বড় ক্ষতি ৷"

অরুণ রায়ের স্মৃতিচারণে আবেগী টলিপাড়া (ইটিভি ভারত)

তাঁর কথায়, "আর তো প্রযোজক খুঁজতে হবে না, কষ্ট করে টাকা জোগাড় করতে হবে না ৷ আর কোনও চাপ নেই ৷ উনি তো অথেনটিক ছবি করতে চেয়েছিলেন, যাকে ছবি বলে আর কী ! নাচা-কোদার ছবি তো করতেন না ৷ ফলে প্রযোজককে বুঝিয়ে, লড়াই করে ছবি করতে হত অরুণ রায়কে ৷ কারণ উনি ঠিকঠাক ছবি করতে চেয়েছিলেন ৷ ছবির মাধ্যমে সামাজিক বার্তা দিয়ে চেয়েছিলেন ৷ অনেক অজানা ইতিহাস তিনি ছবির মাধ্যমে তুলে ধরতেন ও মানুষকে জানাতেন ৷ এটাই ছিল ওঁর ছবি করার ধরন ৷"

Arun Roy passes away
অরুণ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেন খরাজ মুখোপাধ্যায় (নিজস্ব ছবি)

অরুণ রায়ের দুটি ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷ ইটিভি ভারতের কাছ থেকেই প্রথম এ দিন পরিচালকের মৃত্যুসংবাদ পান এই অভিনেতা ৷ তিনি বলেন, "খুব গুণী মানুষ ছিলেন অরুণ রায় । যে কাজটাই করেছেন দাগ কেটে রাখার মতো । যে কাজটাই করতেন আবেগ নিয়ে করতেন । বড্ড অসময়ে চলে গেলেন । একজন ভালো পরিচালককে মিস করব । আরও ভালো কাজ করতে পারতেন ।"

Arun Roy passes away
অরুণ রায়ের সঙ্গে দুটি ছবিতে কাজের সুযোগ পান শাশ্বত চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

অন্যদিকে, টেলিভিশন খ্যাত রোহন ভট্টাচার্য অরুণ রায়ের 'বাঘাযতীন' ছবিতে অভিনয় করেছেন । ইটিভি ভারতের কাছ থেকে পরিচালকের মৃত্যুসংবাদ পেয়ে হতবাক হয়ে যান তিনি ৷ নিজেকে একটু সামলে নিয়ে অভিনেতা বলেন, "ছিঃ ছিঃ, এটা চলে যাওয়ার বয়স হল ? আমি বলতাম, এত নেশা করো না । আমাকে বলত, তোদের মতো দুধ খেয়ে বাঁচব নাকি ? বিড়ি খাস না, সিগারেট খাস না, মদ খাস না । যতদিন বাঁচব রাজার মতো বাঁচব ।"

Arun Roy passes away
অরুণ রায়ের 'বাঘাযতীন' ছবির অংশ ছিলেন রোহন ভট্টাচার্য (নিজস্ব ছবি)

রোহন আরও বলেন, "সেটে সবাইকে হাসাত অরুণ দা । আমি, দেবদা হাসতে হাসতে গড়াগড়ি খেতাম । এত সেন্স অফ হিউমার ছিল । ভালো ছিল তো কদিন । আমার সঙ্গে কথাও হয়েছে । হঠাৎ চলে গেল ? আমি সামলাতে পারছি না নিজেকে । কত কিছু জানত । খুব শিক্ষিত একজন মানুষ ছিল । কত ইতিহাস জেনেছি অরুণদা'র কাছ থেকে । ঐতিহাসিক কিছু জানার হলে অরুণদা'কেই জিজ্ঞেস করতাম আমি ।"

অরুণ রায়ের পরিচালনায় '8/12-বিনয় বাদল দীনেশ' ছবিতে অভিনয় করেছেন রেমো ৷ তিনি পরিচালকের মৃত্যুতে বলেন, "আমাকে গালাগালি দেওয়ার লোকটা চলে গেল ৷ আমি আর কারও থেকে গালাগালি খাব না ৷ তাঁর কেবল অধিকার ছিল আমাকে গালাগালি দেওয়ার ৷"

Arun Roy passes away
অরুণ রায়ের মৃত্যুতে বাক্যহারা অভিনেতা রেমো (নিজস্ব ছবি)

স্মৃতিচারণা করে রেমো বলেন, "অরুণদার সঙ্গে কাজ করেছি কোনওদিন মনে হয়নি ৷ ওঁর মজাদার পরিবারের অংশ হয়ে গিয়েছিলাম ৷ 10-12 দিন আগে অরুণদার বাড়িতে গিয়েছিলাম ৷ উনি তখন একদম সুস্থ ছিলেন ৷ অরুণ রায়ের মতো ইতিহাস নিয়ে পড়াশোনার মানসিকতা থাকলে তবেই সেই ধরনের ছবি করা যাবে ৷ উনি যুব প্রজন্মকে কাজ দিতেন ৷ রাস্তা থেকে তুলে নিজের ছবিতে অভিনয় করিয়েছেন ৷ চরিত্র নির্বাচন খুব ভালো করতেন ৷ আমি ওঁর মিমিক্রি করতাম ৷ সেটা আমি ওঁকে বলেওছিলাম ৷"

কলকাতা, 2 জানুয়ারি: বছরের শুরুতেই নক্ষত্রপতন বিনোদন দুনিয়ায় ৷ বৃহস্পতিবার মাত্র 56 বছর বয়সে তারাদের দেশে পাড়ি দিয়েছেন 'বাঘাযতীন' খ্যাত পরিচালক অরুণ রায় ৷ তাঁর পরিচালনায় 'চোলাই', 'হীরালাল' থেকে 'এগারো' ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় ৷ অরুণ রায়ের মৃত্যুর খবরে তিনি শোকাহত ৷

পরিচালককে নিয়ে খরাজ মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "কমার্শিয়াল ছবি তো অনেকেই করেন ৷ কিন্তু মৌলিক বিষয়বস্তু নিয়ে ছবি কজন করেন ৷ হাতোগোনা কয়েকজন আছেন, সেই তালিকায় ছিলেন অরুণদাও ৷ এক-একটা ছবির বিষয়বস্তু এক একরকম হত এবং তাতে নতুনত্ব থাকত ৷ তিনি যথাযথ পরিচালক ছিলেন ৷ তাই অরুণ দা'র চলে যাওয়া সত্যিকারের অনেক বড় ক্ষতি ৷"

অরুণ রায়ের স্মৃতিচারণে আবেগী টলিপাড়া (ইটিভি ভারত)

তাঁর কথায়, "আর তো প্রযোজক খুঁজতে হবে না, কষ্ট করে টাকা জোগাড় করতে হবে না ৷ আর কোনও চাপ নেই ৷ উনি তো অথেনটিক ছবি করতে চেয়েছিলেন, যাকে ছবি বলে আর কী ! নাচা-কোদার ছবি তো করতেন না ৷ ফলে প্রযোজককে বুঝিয়ে, লড়াই করে ছবি করতে হত অরুণ রায়কে ৷ কারণ উনি ঠিকঠাক ছবি করতে চেয়েছিলেন ৷ ছবির মাধ্যমে সামাজিক বার্তা দিয়ে চেয়েছিলেন ৷ অনেক অজানা ইতিহাস তিনি ছবির মাধ্যমে তুলে ধরতেন ও মানুষকে জানাতেন ৷ এটাই ছিল ওঁর ছবি করার ধরন ৷"

Arun Roy passes away
অরুণ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেন খরাজ মুখোপাধ্যায় (নিজস্ব ছবি)

অরুণ রায়ের দুটি ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷ ইটিভি ভারতের কাছ থেকেই প্রথম এ দিন পরিচালকের মৃত্যুসংবাদ পান এই অভিনেতা ৷ তিনি বলেন, "খুব গুণী মানুষ ছিলেন অরুণ রায় । যে কাজটাই করেছেন দাগ কেটে রাখার মতো । যে কাজটাই করতেন আবেগ নিয়ে করতেন । বড্ড অসময়ে চলে গেলেন । একজন ভালো পরিচালককে মিস করব । আরও ভালো কাজ করতে পারতেন ।"

Arun Roy passes away
অরুণ রায়ের সঙ্গে দুটি ছবিতে কাজের সুযোগ পান শাশ্বত চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

অন্যদিকে, টেলিভিশন খ্যাত রোহন ভট্টাচার্য অরুণ রায়ের 'বাঘাযতীন' ছবিতে অভিনয় করেছেন । ইটিভি ভারতের কাছ থেকে পরিচালকের মৃত্যুসংবাদ পেয়ে হতবাক হয়ে যান তিনি ৷ নিজেকে একটু সামলে নিয়ে অভিনেতা বলেন, "ছিঃ ছিঃ, এটা চলে যাওয়ার বয়স হল ? আমি বলতাম, এত নেশা করো না । আমাকে বলত, তোদের মতো দুধ খেয়ে বাঁচব নাকি ? বিড়ি খাস না, সিগারেট খাস না, মদ খাস না । যতদিন বাঁচব রাজার মতো বাঁচব ।"

Arun Roy passes away
অরুণ রায়ের 'বাঘাযতীন' ছবির অংশ ছিলেন রোহন ভট্টাচার্য (নিজস্ব ছবি)

রোহন আরও বলেন, "সেটে সবাইকে হাসাত অরুণ দা । আমি, দেবদা হাসতে হাসতে গড়াগড়ি খেতাম । এত সেন্স অফ হিউমার ছিল । ভালো ছিল তো কদিন । আমার সঙ্গে কথাও হয়েছে । হঠাৎ চলে গেল ? আমি সামলাতে পারছি না নিজেকে । কত কিছু জানত । খুব শিক্ষিত একজন মানুষ ছিল । কত ইতিহাস জেনেছি অরুণদা'র কাছ থেকে । ঐতিহাসিক কিছু জানার হলে অরুণদা'কেই জিজ্ঞেস করতাম আমি ।"

অরুণ রায়ের পরিচালনায় '8/12-বিনয় বাদল দীনেশ' ছবিতে অভিনয় করেছেন রেমো ৷ তিনি পরিচালকের মৃত্যুতে বলেন, "আমাকে গালাগালি দেওয়ার লোকটা চলে গেল ৷ আমি আর কারও থেকে গালাগালি খাব না ৷ তাঁর কেবল অধিকার ছিল আমাকে গালাগালি দেওয়ার ৷"

Arun Roy passes away
অরুণ রায়ের মৃত্যুতে বাক্যহারা অভিনেতা রেমো (নিজস্ব ছবি)

স্মৃতিচারণা করে রেমো বলেন, "অরুণদার সঙ্গে কাজ করেছি কোনওদিন মনে হয়নি ৷ ওঁর মজাদার পরিবারের অংশ হয়ে গিয়েছিলাম ৷ 10-12 দিন আগে অরুণদার বাড়িতে গিয়েছিলাম ৷ উনি তখন একদম সুস্থ ছিলেন ৷ অরুণ রায়ের মতো ইতিহাস নিয়ে পড়াশোনার মানসিকতা থাকলে তবেই সেই ধরনের ছবি করা যাবে ৷ উনি যুব প্রজন্মকে কাজ দিতেন ৷ রাস্তা থেকে তুলে নিজের ছবিতে অভিনয় করিয়েছেন ৷ চরিত্র নির্বাচন খুব ভালো করতেন ৷ আমি ওঁর মিমিক্রি করতাম ৷ সেটা আমি ওঁকে বলেওছিলাম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.