অ্যাসিড আক্রান্তদের সম্মান জানাতে সেজে উঠল সারেগামাপা-র মঞ্চ - Saregamapa
🎬 Watch Now: Feature Video
কলকাতা : অ্যাসিড আক্রমণের বিপর্যয় কাটিয়ে উঠে যাঁরা আজ আলোর পথে ফিরেছেন, তাঁদের আজ সম্মান জানালো সারেগামাপা-র মঞ্চ। শ্রীজাতর লেখা আর শান্তনু মৈত্রর সুরে একটি গান তৈরি করা হল সেই মানুষগুলোর উদ্দেশ্যে। নোবলের কণ্ঠে শোনা গেল সেই গান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিক অ্যাসিড আক্রান্ত মানুষ। এই গান চোখে জল এনে দিল তাঁদের। বিশেষ পর্বটি ১৫জুন সম্প্রচারিত হবে।