Rampurhat Massacre : মমতা সমাজবিরোধীদের নেত্রী, অভিযোগ এআইইউটিইউসি নেতা এসএম শাদির - মমতা সমাজবিরোধীদের নেত্রী
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবিরোধীদের নেত্রী ৷ তাঁর নেতৃত্বে রাজ্য জুড়ে রক্তের হোলি চলছে ৷ এমনই অভিযোগ করলেন এআইইউটিইউসি’র রাজ্য নেতা এসএম শাদি (AIUTUC Leader Blame Mamata Banerjee for on Going Crime in State) ৷ তাঁর নেতৃত্বে রামপুরহাট-কাণ্ডে (Rampurhat Massacre) অভিযুক্তদের গ্রেফাতারি সহ 12 দফা দাবিতে মিছিল করল নদিয়ার বাম শ্রমিক সংগঠন ৷ জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতাকর্মীরা ৷ এসএম শাদি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে সমাজবিরোধীদের নিয়ন্ত্রণের কথা বললেও তিনি নিজে সমাজবিরোধীদের নেত্রী ৷ তাঁর নেতৃৃত্বেই রাজ্যে রক্তের হোলি খেলা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST