কলকাতা, 5 জানুয়ারি: 'পাটালিগঞ্জের পুতুলখেলা' আসছে 10 জানুয়ারি । বাংলার লোকশিল্প, লোকশিল্পীদের জীবনের পাশাপাশি উঠে এসেছে আরও অনেক দিক । আর সেই সব নিয়েই ইটিভি ভারতের সঙ্গে দূরভাষে আড্ডা দিলেন ছবির পুতুল নাচিয়ে গোপাল মুখার্জি, থুড়ি সোহম মজুমদার ৷
শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে পুতুল নাচ দেখানোই গোপালের পেশা । আর এর জন্য সোহম মজুমদারকে পুতুল নাচ দেখানো শিখতেও হয়েছে । সোহম বলেন, "আমার যিনি ট্রেনার ছিলেন, সেই ঘোড়ুই সাহেব আমাকে বলেন, এই দুটো পুতুল দিয়ে আমাদের ছয়জনের পেট চলে । তখন আমি ভাবলাম আমাদের উচিত, বাংলার এই শিল্প ও শিল্পীদের দিকে নজর দেওয়া । আমি যখন বারাকপুরে থাকতাম তখন মেলায় গিয়েছি । তবে সেটা ওই চার বছর বয়স পর্যন্ত । তারপর আমি কলকাতায় চলে আসি । তাই সেই ছোটবেলার স্মৃতি আমার খুব আবছা মনে আছে । তবে, বাংলার এই শিল্পটার বেঁচে থাকা উচিত ।"
এই ছবিতে এমন কিছু বার্তা আছে, যা দর্শকের দেখা এবং জানা উচিত বলে মনে করেন সোহম । সোহমের কথায়, "ছবিতে বেশ কয়েকটা স্তর আছে । সেগুলো ট্রেলারে রাখা হয়নি । কেননা আমরা ভেবেছি, মানুষ সিনেমা হলে এসে সেগুলো দেখুক এবং জানুক ।"
দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করা নিয়ে সোহম বেশ উচ্ছ্বসিত । এখানে দিতিপ্রিয়া রয়েছেন তাঁর বিপরীতে । তিনি বলেন, "দিতিপ্রিয়া ভীষণ দক্ষ, নিষ্ঠাশীল অভিনেত্রী । খুব ভালো লেগেছে ওঁর সঙ্গে কাজ করে । এখানে ওঁর চরিত্রের নাম রাই । আমার স্ত্রী'র ভূমিকায় । আমার বাবার চরিত্রে পরাণদা । নাম শৈবাল মুখার্জি । সে চায় বাড়ির একটা পাকা ছাদ হোক । বাড়িতে পাকা ছাদ দিতে অনেক টাকা লাগবে । সেটা একজন পুতুল নাচিয়ে কীভাবে জোগাড় করবে ? এই ছাদ করার জন্য আমরা সবাই কী কী করি আর কীভাবে দিতিপ্রিয়াও এই কাজে শামিল হয় সেটাও দেখার ।"
সোহম আরও বলেন, "ট্রেলারে আমাকে এরকম কিছু বলতে শোনা গিয়েছে যে, এতদিন নিজে পুতুল নাচ দেখিয়েছি আর এখন অন্যের হাতে নাচব কীভাবে ? আসলে আমরা সকলেই কারও না কারও হাতের পুতুল হয়ে নাচি । কেউ অফিসে, কেউ ঘরে । এখানে শৈবাল মুখার্জি, গোপাল মুখার্জি-সহ বাকিরা কে কার হাতের পুতুল হয়ে নাচছে সেটাই দেখার । ছবিটা নিয়ে আমি আশাবাদী । হাসির মোড়কে গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া আছে ছবিতে । তবে, মানুষ অনেকদিন পর কোনও সিনেমা দেখে একটু হাসবে । কোভিডের পর থেকে আমরা হাসতে ভুলে গিয়েছি । কোনও না কোনওভাবে আমরা সবাই বিধ্বস্ত । এই নতুন বছরে মানুষ একটু হাসবে এই ছবি দেখে এটুকু বলতে পারি ৷"