75 Years of Independence: স্বাধীনতার 75 বছর পূর্তিতে তেরঙায় রঙিন টয় ট্রেনের ইঞ্জিন - স্বাধীনতার 75 বছর পূর্তিতে তেরঙায় রঙিন টয় ট্রেনের ইঞ্জিন
🎬 Watch Now: Feature Video
দোরগোড়ায় দেশের 75তম স্বাধীনতা দিবস (75 Years of Independence) ৷ তার আগে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেনের একটি ইঞ্জিন তেরঙায় রাঙিয়ে তোলা হল (Tricolor painted in toy train engine) ৷ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি ইঞ্জিনে এটি করা হয়েছে ৷ স্থানীয়, পর্যটক থেকে যাত্রীদের মধ্যে এই তেরঙায় রাঙানো ট্রেনের সঙ্গে সেলফি এবং ছবি তুলতে দেখা গিয়েছে । স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 'আজাদি কী অমৃত মহোৎসব' এর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশ সেজে উঠছে তেরঙার রঙে ৷ ট্রেন থেকে গাড়িতে দেখা যাচ্ছে তারই ছবি ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
75 Years of Independence